Breaking News
Home / Breaking News / কবি টিকলু তালুকদার এর কবিতা ” গোলাপি ঠোঁট “

কবি টিকলু তালুকদার এর কবিতা ” গোলাপি ঠোঁট “

বিভাগ – কবিতা
শিরোনাম – গোলাপি ঠোঁট
কলমে- টিকলু তালুকদার
তারিখ – ৩১-১২-২০২১ ইংরেজি

ঢেকে রাখো প্রিয়া তোমার
গোলাপি ঠোঁটের ভিজে পাপড়ি’
বর্ণহীন বাতাসের ঢেউয়ে নুয়েছে আজ কোমল দিঘি’
অনাহারে মরেছে বসন্তের পাখি।
নিষ্ঠুর ছলনায় আচ্ছন্ন বেহিসাবি আকাশ
নীলিমার দুয়ারে মিলেছে অগণিত ধিক্কার
অভাবের তাড়নায় ভুলেগেছে অধিকার’
হেমন্তের অনিদ্রিত সন্ধ্যায় জেগেছিল সেই অর্ধনগ্ন চাঁদ’
মায়াবী রূপের গৌরবে হেসেছিল কামনার আঁখি’
বেনি করা চুলের খোঁপায় মিশ্রিত অনাথ চামেলি।

বিরক্তির অপঘাতে কেঁদেছে অদেখা নিয়তি
কেঁদেছে পাষণ্ড সীমাহীন যাযাবর
তোমার জীবিত দেহের কফিন ছুঁয়ে
বিদায় জানাবার সাধ্য ছিলনা আমার
অভিশপ্ত বাগিচায় দাঁড়িয়ে আনমনে চেয়েছি কিছু’বার
অনাহারে ক্লান্ত অবরুদ্ধ চারাল
নরম ঘাসের উঠানে শুয়ে’আছে অকৃতজ্ঞ মাতাল
ভরা সমুদ্রের কাছে একবিন্দু জল ধার চেয়ে
শুন্য হাতে ফিরেছে ভিখারির বাসন
দুর পাহাড়ে জেগেছে রক্তের নিশান।

পড়ন্ত বিকালে মরুভূমির তল্লাটে লেগেছে আগুন
লাল বেনারসি শাড়ি’ পরে মেহেদি রাঙা হাতে
সেজেছে নাইয়র-
অগণিত মানুষের ভিড়ে লজ্জায় ভিরু চোখে চেয়েছিল
শ্যামল মাটির পুতুল-
অসাবধানি ইশারায় বলেছিল মোরে
বিদায় দিলাম তোরে –
কান্না আড়াল করে যতদূর দেখাযায়
ততদূর দেখেছি মনুষ্যত্বহীন এক নব্য লাশের ছবি’
ততদূর দেখেছি গোলাপি ঠোঁটের ভিজে পাপড়ি।

error: Content is protected !!

Powered by themekiller.com