Breaking News
Home / Breaking News / কবি সুনির্মল বসু এর কবিতা “স্বপ্নে নেতাজী”

কবি সুনির্মল বসু এর কবিতা “স্বপ্নে নেতাজী”

।। স্বপ্নে নেতাজী।।
।। সুনির্মল বসু।।

অগনিত শহীদের রক্ত সমুদ্রে স্নান শেষে স্বাধীনতা এলো,ক’জন স্বাধীনতার স্বাদ পেলেন,
গরীবের স্বপ্ন কি পূর্ণ হোল,
কতজন এলেন,গেলেন,কত ভাসমান স্বপ্ন,কত মিথ্যে আশ্বাস বানী বাতাসে ভেসে গেল,
স্বপ্নের দিন আর এলো না,
কারা যেন সরল দেশটাকে দুঃস্বপ্নের অন্ধকারে ঠেলে দিল,
পালটি খাওয়া বুদ্ধিজীবীরা শীত ঘুমে গেলেন,
বেকারের নামে কোনো স্বপ্নময় চিঠি এলো না,
সময় অভিসম্পাত দিল,
সব ঝুট্ হ্যাঁয়,সব ঝুট্ হ্যাঁয়,
নারীর পথে নামতে জুজুর ভয়,কি জানি কি হয়,
পথে ঘোরে রাক্ষস খোক্ষশ,
সরল দিন,সরল মানুষগুলো কোথায় গেলেন,
চারদিকে অসহিষ্ণুতা, অসহিষ্ণুতা,
ট্রামে বাসে সবজান্তা আতেলদের ডায়লগ বাজি,
রাতের অন্ধকারে মানবতা কাঁদে, জীবন এসে থমকে থেমেছে চালাকির ফাঁদে,
ব্রিটিশ তোমার ব্যাটন কার হাতে দিলে,
কারা প্রতিদিন খাচ্ছে গণতন্ত্রকে গিলে,
কানে হাত দিইনি, অথচ কান নিয়ে গেল চিলে,
চারদিকে মিথ্যের বেসাতি, জো হুজুরের দলের কোরাস, সব ঠিক হ্যাঁয়,সব ঠিক হ্যাঁয়,
বেকারের চাপা কান্না, ধর্ষিতা নারীর হাহাকার মিডিয়ার টি আর পি বাড়ায়,
চারদিকে কেনারাম বেচারাম ঘোরে,
আপনি ভী কুছু খান,হামী ভী কুছু খাই,
সন্ধ্যেবেলায় টিভিতে খোস আলোচনার আসর বসে, সিরিয়ালে গল্পের গরু গাছে ওঠে,
পাবলিককে খাওয়াতে হবে, অবৈধ প্রেম ওয়াটার অফ ইন্ডিয়ার মত ঝরতে থাকে ঝরতে থাকে,

পরীক্ষার পড়া তৈরি করতে করতে তাতাই ঘুমিয়ে পড়ে,
স্বপ্নে নেতাজির সঙ্গে দেখা,
এমন দেশটা তোমাদের জন্য রেখে যাবো,
সেদিন স্বপ্নেও কখনো ভাবি নি তাতাই।

Powered by themekiller.com