Breaking News
Home / বিচিত্র খবর / কাল বিকেলে

কাল বিকেলে

কাল বিকেলে
-মো.হুমায়ুন কবির

কাল সারা বিকেল সে
নদীর পাশে দাঁড়িয়েছিলো
পুরনো স্মৃতির রেলিং ধরে
তাঁর ফুরফুরে চুল উড়ছিলো খুব
‘হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম’
তাঁর সমুদ্র চোখে ছিলো
হরিণীর চপল চাউনি
প্রজাপতি এসে মুছে দিয়েছিলো
লাবণ্যময় চিবুকের ঘাম
তাঁর রূপের ঝলকে
সূর্য লুকোলো মেঘে
কাঁচভাঙা মিহি হাসির ঝংকারে
কান পাতলো মাছ ও জলজ উদ্ভিদ
কন্ঠ তাঁর ঝড় তুললো ইথার তরঙ্গে
উড়ে এলো স্বপ্নলোকের
সেই নীলকন্ঠ পাখি
আকাশ থেকে সরে গেলো সব
ঝড়ের পূর্বাভাস
শিথিল হলো মাঝির
ছলাৎ ছলাৎ মুষ্টিবদ্ধ হাত
মন্থর হয়ে গেলো খেয়া পারাপার
যারা নাইতে এসেছিলো বিকেলের ঘাটে
নির্বাক চোখে তারাও হোচট খেলো
নিজস্ব আবেগের সিঁড়িতে
তাঁর ডানে ও বাঁয়ে কোমল সখিরা
যে যার মতো
যেন তাঁকে তুষ্ট করতে
আহামরি কতোই না ব্যস্ত
নদীর আরশিতে আহা
সে যদি একবার শুধু একবার
দেখে নিতো নিজের মায়াবী মুখ
নিজেই ডেকে উঠতো সহসা
নিজের ভেতরে
কে গো কোন রাজকন্যা আঁচল উড়ায়ে
এসেছে এইখানে জলের ভেতরে!
৩১.১২.২০২১

Powered by themekiller.com