Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা “উষ্ণ পাঞ্জেরি “

কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা “উষ্ণ পাঞ্জেরি “

” উষ্ণ পাঞ্জেরি ”
– রিটন মোস্তফা

কিছু বিবর্ণ থলিটার সাথে কিছু গুচ্ছ অভিমান
কবরের নিচে মাটি চাপা শত শহস্র অভিযোগ
সাথে, পিছনের সময়ের শরীরের দগদগে ঘা
থাক ওটা, ডাইরীর অস্তিত্ব হয়ে, খুব যত্নে থাক।

সামনে দাঁড়িয়ে ষড়োশী তরুণীর মত নব’কাল
এসো সময়ের নতুন একটা চাদর বিছানো যাক
ঘনিষ্ঠ হও, জড়িয়ে ধরো, কিছু স্বপ্ন দেখাও
“নব পরিকল্পনার কথা হোক” আশা ভরা বুকে।

যেটা পাইনি, যা হারিয়ে চলে এসেছি এখানে
সেটা আমার ছিলো না ঠিকই, কিন্ত সে থাকবে
আমার আকাঙ্খার কালশিটে দাগের অস্তিত্বে
আমার অনন্ত পথের নীরব অভিজ্ঞতার পাঞ্জেরিতে।

এসো নতুন, এসো আমার আগামনী ষড়োশী এসো
নতুন ঘর বাঁধি, প্রজন্ম দেখুক, আমি তুমিই একই
অভিন্ন, অপ্রতিরোধ্য, আমরা একই সম রেখা
বয়ে চলি আঁকাবাঁকা পথে, হাতে হাত গোপনে রাখি।

দিন যাক, রাত যাক, আমার স্বপ্ন অটুট থাকে
আমাদের লেনদেনে জেগে ওঠে নতুন সূর্য
চলো নব যৌবনা, চলো আরও এগোব আমরা
সূর্যাস্তের বেগুনি রঙটাকে স্পর্শ করার ইচ্ছে রাখি।

error: Content is protected !!

Powered by themekiller.com