Breaking News
Home / Breaking News / কবি গোলাম রাব্বানীর কবিতা ” বিষাক্ত অনুভূতি”

কবি গোলাম রাব্বানীর কবিতা ” বিষাক্ত অনুভূতি”

বিষাক্ত অনুভূতি

সম্ভবত আমার আদিখ্যেতার কারণেই
আমি লজ্জিত তোমার জ্ঞানে।

সভ্যতা তোমাদের মধ্যেই সীমাবদ্ধতা থাক
আমি না হয় তালাবদ্ধ রাখব আমার লজ্জিত আদিখ্যেতা সমুদ্রের জলে।

যে দুঃখ মনের অনুভূতিগুলো বিষাক্ত করে
সে দুঃখ কেবলই আমার থাক।

এতটা জল গড়িয়ে যদি হত ময়ূরাক্ষী!
আমিই সে নদী প্রথম দেখতাম আমার জলে।

✍️ গোলাম রব্বানী
কোন অনুশোচনা নেই, কোন অভিযোগ নেই, নেই আক্ষেপ, যা আছে সরলতা, আবেগ। সব শেষ ও প্রথম দুর্বলতাই আমার অক্ষমতার কারণ।

Powered by themekiller.com