Breaking News
Home / Breaking News / কবি মুন্নী ফারজানা এর কবিতা ” কবিতা”

কবি মুন্নী ফারজানা এর কবিতা ” কবিতা”

কবিতা
মুন্নী ফারজানা

তুমি কবিতা লিখছো শুনে
আমি কবিতা লেখা ছেড়ে দিয়েছি।
দেখছো না এসব করে আজ আমি কোথায়?
বখে যাচ্ছি, নিঃস্ব হয়ে যাচ্ছি
বিচ্ছিন্ন হয়ে পড়েছি পারিপার্শ্বিকতা থেকে
তুমিও ওপথে পা বাড়াবে,
তাই কি হয়?
কি হবে ওসব ছাই পাশ লিখে?
কেউ হয়তো আলতে চোখ বুলাবে
হাতের মুঠোয় আঁকড়ে রেখে কাব্য মনস্ক সাজতে চাইবে,
ঘাড়ে বইয়ের থলে ঝুলিয়ে রোমান্টিক বনে যাবে
ফ্যাসফ্যাসে গলায় বন্ধুদের আওড়িয়ে
নীলাঞ্জনার মধ্যমনি হয়ে উঠবে।
কাজ ফুরলেই গৌণ হয়ে পড়ে থাকবে তুমি!
বদ্ধ মলাটের চাপে মরে শুকিয়ে যাওয়া কীটের মত।
দেখবে বিজ্ঞজনের আলোচনার তোড়ে কবিতার লেখা
তোমার আপন ভাবনাগুলোর রঙ বদলে গেছে,
ওঁদের কপচানো বুলিতে তোমার পংক্তিমালাগুলো;
আপন দেশে পরবাসীর মত ঠিকানা হীন হয়ে উঠবে।
মেলায় কেনা তোমার কথাঞ্জলি রঙিন মোড়কে,
অর্পিত হবে প্রিয়ার হাতে।

Powered by themekiller.com