Breaking News
Home / Breaking News / পুরান বাজার ডিগ্রী কলেজের উন্নয়ন ও ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু

পুরান বাজার ডিগ্রী কলেজের উন্নয়ন ও ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু

মোহাম্মদ সিন্টু।।
চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজে নবনির্মিত ৭ মার্চ চত্বর ও অনির্বাণ উত্তরাধিকার শুভ উদ্বোধন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এম.পি।

গতকাল বুধবার ২৯ ডিসেম্বর বিকেল ৩টায় পুরান বাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাসুদ হোসেন, পৌরমেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব সেলিম আকন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান আজিজ ব্রাদার্সের তত্ত্বাবধানে পুরান বাজার ডিগ্রি কলেজের একাডেমিক ভবন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নামের ১০ তলা ভবনের কাজটি বাস্তবায়ন হবে বলে জানা যায়।

Powered by themekiller.com