Breaking News
Home / Breaking News / কবি অরূপ মন্ডল এর কবিতা “হে মহামানব”

কবি অরূপ মন্ডল এর কবিতা “হে মহামানব”

দৈনিক কবিতা
শিরোনাম হে মহামানব
কলমে – অরূপ মন্ডল
তারিখ – ২৮.১২.২০২১
…………………………………………………………………….

ব্যার্থ জীবনের নিঃস্বার্থ চোখে চেয়ে আজও পৃথিবীর
কাছে পরিণত জীবনের প্রাপ্তির টানে…..
লোভী শয়তানী মানবের প্রাচুর্য্যে ভরে না আমার মন
সম্পদের আবরণে নেই ঢাকা আমার শহর…

অপরিণত জীবনের ক্ষীন আলোতে স্বপ্নেরা
তাড়া দেয় অলিগলিতে বেঁচে থাকার গহীন ইচ্ছা নিয়ে ……
মৃত্যুই শেষ পরিণতি হয়তো স্বপ্নেরা কালো
হয় বোবা পথের বৃষ্টি ঝরা রাতে…

প্রতি প্রাতে তবু সূর্য ওঠে নতুন দিগন্তের আগমনে
হাজারো মানুষের স্বপ্নে ভরা শহরে স্বপ্ন বাঁচিয়ে রাখতে……
অপমানিত সমাজের বুকে তাই আজও
খুঁজি মানবতায় পূর্ণ এক সুন্দর নগর………..

মোমবাতির নিঃস্বার্থ আলো ফুরিয়ে আসে সময়ের
অব্যর্থ পরিণতির নির্বাক স্রোতে……
তোমার ইচ্ছার ব্যস্ত স্টেশনে লৌহমানবের কত না ভিড়
মানবতা ফিরবে কবে অর্থ মানবের কারাগারে…

দরিদ্র মানব ব্যস্ত সবই খাদ্য খোঁজার রাস্তাতে
অর্থভাণ্ডারে ঘুন ধরেছে তাইতো তুমি রেস্তোরাঁতে……
বিষাদের কালো মেঘে সবাই আজ পর আপন শুধু
ছিল তারা সময়ের আগচরে……

নিঃসঙ্গ মনে অজানা পথে জানি তুমি রবে দুঃখ
মোচনের অস্ত্রধারী হে মহামানব……
তোমার নিঃস্বার্থ কর্মে সফল বহু জীবন সাফল্যের মহাকাব্য………

Powered by themekiller.com