Breaking News
Home / Breaking News / কবি শ্যামল কুমার মিশ্র এর কবিতা ” একশ বছর আগে “

কবি শ্যামল কুমার মিশ্র এর কবিতা ” একশ বছর আগে “

শিরোনামঃ একশ বছর আগে
কলমে: শ্যামল কুমার মিশ্র
২৮-১২-২০২১

মুহূর্তগুলো কেটে যায়…
ঠিক একশ বছর আগে
কোন এক মুহুর্তে জন্ম হয়েছিল আমার
মেধা আর সৃষ্টির আঁতুড়ঘর

এক একটি শিশু এসেছিল
কলকাকলিতে ভরে উঠছিল আমার অঙ্গন
কত মুখ—সীমা সুমন,আবুল,শবনম
সময়ের সাথে সাথে মুখগুলো বদলে গেছে
পরম মমতায় এগিয়ে দিয়ে বলেছি– চরৈবেতি! তোমরা এগিয়ে চলো
চিত্রগ্রীবের ওড়ার সেই প্রথম শিক্ষা…

নীরব সে ভাষা
কখনো কখনো নানা ঝঞ্ঝা এসে আছড়ে পড়েছে
অমলিন হাসিতে ফিরিয়ে দিয়েছি সব
তোমাদের তরে সৃষ্টির নব আনন্দে

একশটা বছর
তোমাদের সংখ্যাতত্ত্বে বড় কম নয়
তোমরা যখন সবাই চলে যাও
রাত্রি যখন গভীর হয়
আমি তখন হাজারো মুখের ভিড়ে…

হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে একটা মুখ
আধো আধো তার মুখের ভাষা.. তোমাদের তপন
দৌড়ে এসে আমায় প্রণাম করছে
আমি তাকে আদর করতে যাই স্পর্শ করতে যাই
ধীরে ধীরে সরে সরে যায়
আমার দুচোখ জলে ভরে ওঠে
চোখের সামনে ভেসে ওঠে শামসুল,সুদেব আমিনা এমনি কত মুখ

আসলে একশটা বছর
সময় খুঁজে ফেরে সময়কে
আমি রোজ রাতে অন্ধকারে কুয়াশার পতনের মাঝে
খুঁজে চলি আমার অতীত আমার স্বপ্নগুলো
দশ থেকে আঠারোর মাঝে
হাজারো মুখের ভিড়ে আমার হারিয়ে যাওয়া সন্তানেরে…

error: Content is protected !!

Powered by themekiller.com