Breaking News
Home / বিচিত্র খবর / কতো দূর যাবে তুমি

কতো দূর যাবে তুমি

কতো দূর যাবে তুমি
-মো.হুমায়ুন কবির

এ আবাস ছেড়ে তুমি
চলে যাবে কোনো এক দূরতর নীড়ে
আঁচল পেতে তুলে নেবে নিজস্ব সংসার
কতোদূর যাবে তুমি যাও
কতটুকু গেলে পাবে পালাবার পথ
যতোদূর যেতে চাও যাও
ছেড়েছি কোমল বাহু নিজস্ব নিয়মে
যেমন করে
ঘুড়ির পেছনে ছেড়ে দেয় সমস্ত সুতো
অবুঝ বালক
কতো দূর যাবে তুমি যাও
আমার ভালবাসার সাজানো বাগানের
সকল বকুল ও জুঁই সুখ ও হাসি
এবং সকল শ্রম ও রক্ত
বিছিয়ে দেবো তোমার বিদায়ী পথে
তবে জেনো-
তোমার এই চলে যাবার অপর নাম
ফিরে আসা
পৃথিবীর যতো পথ দুর্গম কিংবা নিথর
শুরু এসে মিশে গেছে শেষের ভেতর
তোমার পথও এই নিশ্চিত
পৃথিবীরই পথ
যে পথেই যাবে তুমি যাও
তোমার আলতো পায়ের ছাপ দেখে
আমি ঠিকই খুঁজে পাবো তোমার
কাঙ্ক্ষিত নীড়
যেমন করে
রূপকথার সেই রাজকন্যে
গলার মালার মুক্তো ছড়িয়ে
রেখেছিল চলে যাবার পথচিহ্ন
আমি যেন সেই রাজকুমার
প্রতীক্ষার প্রহর গুনে
জেগে আছি দীর্ঘ সময়
কতো দূর যাবে তুমি যাও
যতো দূর খুশি
আমার এ হৃদয় ছেড়ে
পালাতে পারবে কি কোনোদিন?
২৯.১২.২০২১

error: Content is protected !!

Powered by themekiller.com