Breaking News
Home / Breaking News / উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ভুমিকা অপরিসীম.. শিক্ষামন্ত্রী দীপু মনি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ভুমিকা অপরিসীম.. শিক্ষামন্ত্রী দীপু মনি

মোহাম্মদ সিন্টুঃ
ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ চাঁদপুর সদর নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর বুধবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার ৯ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-হাইমচর ৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

প্রধান অতিথি ডাঃ দীপু মনি এমপি বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ উন্নয়নের কেন্দ্রবিন্দু, নব নির্বাচিত চেয়ারম্যানগনের সততা ও নিষ্ঠার সাথে কাজ এলাকার মানুষের আস্থা অর্জন করতে হবে। জনপ্রতিনিধিরা সব সময় চাপের মুখে থাকে, জনগনকে নিয়ে জনপ্রতিনিধিরা কাজ করছে, জনগনের সাথে জনপ্রতিনিধিরা আছে এবং থাকবে।
রাষ্ট্রের সকল কাজ ইউনিয়ন পরিষদ হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিকের সকল সুবিধা ইউনিয়নেই হচ্ছে, জনগনের সন্তুষ্ঠের জন্য কাজ করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আ‌রও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ এর সঞ্চালনায় নব নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে অনুভুতি ব্যক্তি করেন বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

শপথ গ্রহণ শেষে শিক্ষামন্ত্রী নব-নির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন। চাঁদপুর সদর উপজেলার নব নির্বাচিত ইউপি চেয়ানম্যানরা হলেনঃ বিষ্ণপুর ইউনিয়নের নাছির উদ্দিন খান শামিম, আশিকাটি ইউনিয়নের বিল্লাল মাষ্টার, শাহমাহমুদপুর ইউনিয়নের মাসুদুর রহমান নান্টু, মৈশাদী ইউনিয়নের নুরুল ইসলাম পাটওয়ারী, রামপুর ইউনিয়নের আল মামুন পাটওয়ারী, তরপুরচন্ডী ইউনিয়নের ইমাম হাসান রাসেল গাজী, বাগাদী ইউনিয়নের বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বালিয়া ইউনিয়নের রফিক উল্ল্যাহ মাষ্টার, চান্দ্রা ইউনিয়নের খান জাহান আলী কালু।

Powered by themekiller.com