Breaking News
Home / Breaking News / কবি জেরিন ইসরাত ন্যান্সি এর কবিতা “যদি এমন হয়”

কবি জেরিন ইসরাত ন্যান্সি এর কবিতা “যদি এমন হয়”

বিষয়ঃকবিতা
শিরোনামঃযদি এমন হয়
কলমেঃজেরিন ইসরাত ন্যান্সি
তারিখঃ২৭-১২-২০২১

এক গ্রীষ্মের ঝাঁ ঝাঁ রৌদ্রের তপ্ত দহনে
একপশলা বৃষ্টি যদি মুচকি হেসে বলে
চল হারিয়ে যাই, আমি সত্যিই যাবোনা।
খুব ভোরে শিশির ভেজা ঘাসে পা ডুবিয়ে হেঁটে চলেছি
যদি হাওয়া এসে কানে কানে বলে
শিউলি ফুল নেবে বা বেলফুল?
আমি কিন্ত কোনোটাই নেবোনা।
বর্ষায় ঝুম বৃষ্টিতে ভিজছি হয়তো পথের ধারে দাঁড়িয়ে
সূর্য এসে খানিকটা আলো ছড়িয়ে দেবার বায়না ধরলেও
আমি সাফ মানা করে দেবো।
রাতের আকাশ তারাদেরও দেখা নেই
অমাবস্যার রাত হতে পারে সেদিন…
চাঁদ আনমনে তিথি ভুলে আমাকে জোছনা
মাখিয়ে দিতে চাইলেও আমি মানবোনা।
বিকেলের পড়ন্ত আলোতে বসে আছি বারান্দায়
দখিনা বাতাসে এলোমেলো চুলে,
রোদের মিঠে কিরণ কিছু একটা বলতে ব্যস্ত হবে
আমি শুনবো না সত্যি বলছি।

আমি অনেক বার এবং বারবার কত কি
বলতে চেয়েছি কেউ তো শোনেনি।
কতদিন কান পেতে রয়েছি
একটি প্রত্যাশিত প্রতিশ্রুতির কথা কেউ একজন বলবে,বলেনি।
আমার বুঝি অভিমান হতে পারে না?
তাই আজ আমিও কিছুই শুনবো না বা বলবো না বলে পণ করেছি।
কিন্তু যদি অন্যরকম হয় সব,বদলে যায় বাকীটা
এমন কেউ সত্যি যদি অবসর পায় শোনার ও বলার,
তখন না হয়……….?থাক তখনেরটা তখনই দেখা যাবে।

Powered by themekiller.com