Breaking News
Home / Breaking News / কবি আলো’র কবিতা “আড়ি”

কবি আলো’র কবিতা “আড়ি”

আড়ি
~আলো✍️✍️

নিশ্বাসটা আজ বড্ড ভারী
প্রিয় আমার দিয়েছে আড়ি।
স্পর্শের বাইরে গেছে চলে
ভাসছে নয়ন অশ্রু জলে।

মন পাখিটা বড্ড বোকা
দিলো প্রিয় আমায় ধোঁকা।
বেলা শেষে চলে গেলো
আর তো না ফিরে এলো।

শূন্য হিয়ায় ভাবছি আমি
যে ছিলো আমার সবচেয়ে দামি,
সেই আমায় আজ করলো পর
ভাঙলো শেষে স্বপ্ন ঘর!

মনাকাশটা থমকে গেছে
স্বপ্নগুলো সব হলো মিছে।
বদলে গিয়ে প্রিয় আমার
আলোর ভুবন করলো আঁধার।

অনুভুতির সাথে তাই করেছি আড়ি
গড়বো না আর মায়ার বাড়ি।
সঙ্গ ছেড়ে তাই তো এখন
একাকীত্বকে করেছি আপন।

Powered by themekiller.com