Breaking News
Home / Breaking News / বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে চাঁদপুর মহিলা দলের মিলাদ ও দোয়া

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে চাঁদপুর মহিলা দলের মিলাদ ও দোয়া

মোহাম্মদ সিন্টুঃ
চাঁদপুর জেলা মহিলা দলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের মুনিরা ভবন মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মুনিরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা অ্যাড. শিরিন সুলতানা মুক্তার পরিচালনায় দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর মহিলা দলের সভানেত্রী জোহরা আনোয়ার হিরা, সাধারণ সম্পাদিকা নাহিদা সুলতানা সেতু, সাংগঠনিক সম্পাদিকা ফারজানা রোজী, সদর থানা মহিলা দলের সভানেত্রী শাহনারা আক্তার শানু, সাধারণ সস্পাদিকা নাসরিন রহমান, প্রচার সম্পাদক ইশিতা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি অ্যাড. কোহিনুর রশিদ, অ্যডা. রেহানা ইয়াসমিন কচি, অ্যাড. শিরিন সুপ্তা, নাইমা মোশারফ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা অ্যাড. শিরিন সুলতানা মুক্তা।

error: Content is protected !!

Powered by themekiller.com