Breaking News
Home / Breaking News / কবি এম আশরাফ আলী এর কবিতা “গরীব বলে কেউ শোনে না কথা”

কবি এম আশরাফ আলী এর কবিতা “গরীব বলে কেউ শোনে না কথা”

গরীব বলে কেউ শোনে না কথা
–এম আশরাফ আলী।
২৬/১২/২০২০ ৮.৩০ এ এম

আজ গরীব বলে কেউ শোনে না কথা,
রাজনীতিকের ভাষণটা আর আমায় নিয়ে
গর্জে না যে —
গরীব দুখির অধিকার আজ যথাতথা ভাসছে–

স্তব্ধ কেন বজ্র কন্ঠ?
নাই মিছিলে নাই তো দিলে
সংসদে এক জ্বালাময়ী ভাষণ–
চালে তেলে আগুন কেন?
গরীব মারার বাজেট কেন?
গরীব বলে চাপাও দ্বৈত শাসন?

হো হো হো বুঝছি বুঝছি
আমরা কি আর এমনি এমনি নেতা খুজছি?
বাজারে আজ দাম পড়েছে
‘ঐ সাধারণ’ হেসে বলছে
ভোটে লেগেছে চোট
বেবাক বেকার কুলী মুট।
অধিকার লুটে কোন লুটেরা?
হও হও এক জোট।

কন্ঠে আনো ঝাঁঝাল ভাষণ
ভেঙে দে সব মালিকী আসন
বজ্র কন্ঠে বলি আজ
দাও দাও অধিকার —
ভোটের ভাতের অধিকার চাই,
শোষণ বঞ্চনা পরিহার চাই
ছোট্ট প্যাকে মূল্য সমতা চাই
সর্বোপরি এক নেতা চাই
সমস্ত বঞ্চনার বিরুদ্ধে রুখে দাড়াবার নেতা—–
##########৳৳৳৳৳৳৳৳৳৳৳৳
সিলেট ৩১০০ স্বত্ব সংরক্ষিত

Powered by themekiller.com