Breaking News
Home / Breaking News / কবি শেখ সাবারুল ইসলাম এর কবিতা ” সম্পর্কে ঘৃণা “

কবি শেখ সাবারুল ইসলাম এর কবিতা ” সম্পর্কে ঘৃণা “

“সম্পর্কে ঘৃণা ”
শেখ সাবারুল ইসলাম
২৬/১২/২০২১।

এতো ঘৃণা করো তুমি আমায়!
সে কথা আগে যদি জানাতে,
এতো ক্ষোভ পুষে রাখো মনে,
আস্থায়,সুখে! আমি রই ঘুমে,
আগে যদি মোর ঘুম ভাঙ্গাতে,
মনের কথাগুলি আগে যদি জানাতে..!

অবনত ভীরুচোখ! অপলক চাহুনিতে!
কিভাবে পারলে?এত দ্রুত বদলাতে,
দেখেছি তোমার চাপাক্ষোভ উগলাতে,
সেদিনই তো সব কিছু পেরে গেছি বুঝতে,
কতো তাছিল্ল্য ভরা, তব নিষ্ঠুর চোখেতে,
মনের গোপন কথা, আগে যদি জানাতে..!

ভিসুভিয়াস আগ্নেয়গিরির লাভা তব অন্তরে!
আমারই তো ভুল ছিলো তব কাছে যেতে,
কি উদগ্র! বিষ ভরা নিশ্বাস,পারিনি তা বুঝতে,
আসো রেললাইনের মতো, সমান্তরালে চলি বহুদূরে,
তুমি আমি পাশাপাশি, দেখা হোক-কথা না হোক,
যেনো নাপাই তোমায় ছুঁতে,নাপারি কভু মিশে যেতে..!

জীবনের এই আঁকা বাঁকা পিছল পথে!
হাঁটতে গিয়ে, পিছেলে পড়ে, পথ হারিয়ে দেখি,
সংগে নেই কেউ, যারা ছিলো কাছের আপন,
অনেক দুরে তাঁরাও এখন!ভেবে দেখি একি,
বাকি কদিন কেটে যেতো, যদি পাশে থাকতে,
নিশ্চিন্তে,সস্তিতে!পারতাম বুকভরা শ্বাস নিতে..!

Powered by themekiller.com