Breaking News
Home / জাতীয় / হাত বাড়ালেই সুখ

হাত বাড়ালেই সুখ

হাত বাড়ালেই সুখ
-মো.হুমায়ুন কবির

অজস্র কামিনী সারা গাছ জুড়ে
যেন জোসনা ধোয়া পাঁপড়ির নিচে
ডুবে আছে কিশোরী বৃক্ষ
অবেলায় তুমি বাড়ালে হাত
মুঠো ভরে এলো ফুলে
যেন নিজেই লুফে নিলে
নিজের সমস্ত সুখ
অথচ দ্যাখো-
আমার হাত কেবলি দ্যাখো
ফিরে আসে নিষ্ঠুর নিজস্ব নিয়মে
আমিতো তোমার দিকেই বাড়াই এ হাত
কখনো আঙুলের ছোঁয়ায় তোমার চাঁদমুখ
নিবিড় স্পর্শে হৃদয়ের আলিঙ্গন
কিংবা তোমার শিউলি গাঁথা খোঁপায়
আমার হাত কেবলি ব্যর্থ হয়
যদি উঠে আসো পাঁপড়ির মতো
হৃদয় মুঠোতে আমার
ভালবাসার ফুলদানিতে
আমার সমস্ত সুখের মিঠে জলে
তোমাকে সতেজ রাখবো প্রিয়তমা
তোমার হাত ঝেড়ে ফেলে সব
ব্যর্থতা ও অনিয়ম
খুঁজে নেয় সহস্র উচ্ছ্বলতা
আমি হাত বাড়ালেই ছুটে আসে যতো
কান্না এবং দীর্ঘশ্বাস
আমার হাত কেবলি ব্যর্থ হয় ব্যর্থ হয়
অথচ তুমি-
বেলা অবেলায় যখন তখন
হাত বাড়ালেই সুখ!
২৭.১২.২০২১

error: Content is protected !!

Powered by themekiller.com