Breaking News
Home / Breaking News / কবি মনোজ কুমার রথ এর কবিতা ” এইভাবে পাবে সে’দিন”

কবি মনোজ কুমার রথ এর কবিতা ” এইভাবে পাবে সে’দিন”

এইভাবে পাবে সে’দিন
মনোজ কুমার রথ
( ১০ পৌষ,১৪২৮; 26-12-2021)
——————————————————————–

তোমার শরীর জুড়ে মাদকীয় জ্যোৎস্না নামে রোজ,
ডাইনে বামে পাশবালিশের মতো পুরুষ!
কবেই অন্ধকারে হারিয়ে গেছি আমি,
পাথর জমানো বুকে আমরণ অবশ্যম্ভাবী নিখোঁজ।

এখনও কেশরের মতো গন্ধ ছড়ায় উন্মুক্ত নাভী,
তলপেটের তিলের সৌন্দর্যে এখনও পুরোই বুঁদ!
বিভাজিকার বাদামী জিরুল স্বপ্নে ছুঁতে বলে প্রায়…
এখনও ওই দুই শ্বেত-পর্বতের কথাই ভাবি।

হারিয়ে গেলেও ফুরিয়ে যায় না অনেকে অনেক সময়,
মরা মনটাকে টেনে টেনে নিয়ে যায় সন্ধিৎসু শরীর;
রুধিরে আত্মসম্মান প্রবহমান হলে,
এক’লা এসে এক’লা চলতেও শিখতে হয়।

যদি কোনওদিন একান্তই খুব প্রয়োজনে আমায় খুঁজো,
ঝরাপালকের ভীড়ে পাবে না সে’দিন জেনে রেখো;
আম জাম বট অশথ কিংবা কাঁঠালের ছায়ায়,
কবিতাকে বুকে নিয়ে রব শুয়ে আজকের কুঁজো।

*** ***
ম.কু.র.

Powered by themekiller.com