Breaking News
Home / Breaking News / কবি মৌসুমী ঘোষাল চৌধুরী এর কবিতা

কবি মৌসুমী ঘোষাল চৌধুরী এর কবিতা

তুমি যখন প্রথম ছুঁয়েছিলে আলফৎ,
যেন হীরকের স্পর্শ
নায়াগ্রা জলপ্রপাত জমে, সে বছর ও
বরফ প্রস্তর ডিসেম্বর আর আমার কালো চোখ।
একটা সিমকার্ড বাঁচিয়ে রেখেছিল
আমাদের;
তুমি যখন অঙ্ক কষতে দেওয়ালে,
আমার অধীর বুকটা
তোমার গানে দু ফোঁটা জল ফেলে বলতাম
আরেকটা শোনাবে।
হলুদ শাড়ী, তোমার জন্যই বেঁচে আছে
” থ্যাংকস গিভিং ডে “; চির বসন্ত মন।
@ মৌসম
মৌসুমী ঘোষাল চৌধুরী

Powered by themekiller.com