Breaking News
Home / Breaking News / কবি তুলি এর কবিতা “বড়দিন মানে”

কবি তুলি এর কবিতা “বড়দিন মানে”

২৫/১২/২১
বড়দিন মানে

বড়দিন মানে, গির্জায় গির্জায় মুখরিত ঘন্টাধ্বনি
বড়দিন মানে, মঙ্গল কামনা, কান পেতে আজও শুনি

বড়দিন মানে তারার আলো পথ দেখিয়ে দেয়
বড়দিন মানে ভীষণ পবিত্র দেব শিশু জন্মায়

বড়দিন মানে গ্রামের বাড়ির, দামাল ছেলের দল
বড়দিন মানে কাজ শেষে বাড়ি, সুর তোলে জিঙ্গল

বড়দিন মানে ক্রিসমাস মেলোডি, মরিস চ্যাপম্যান
বড়দিন মানে তিলোত্তমার, আলোর বন্যা স্নান

বড়দিন মানে পার্ক স্ট্রিট জুড়ে, মানুষ মিছিলে হাঁটা
বড়দিন মানে, রাজার মাথায়, পরালে মুকুট কাঁটার

বড়দিন মানে কেক পেস্ট্রী, হৈ চৈ খাওয়া দাওয়া
বড়দিন মানে পথমানুষের, সমাজ সেবা পাওয়া

বড়দিন মানে, ভীষণ পবিত্র, মৃত্যু পরাজিত
বড়দিন মানে, দিন ছোট বড়, ভাবনাটা গর্হিত

বড়দিন মানে, জাত ধর্মের বিভেদ ভুলে যাওয়া
বড়দিন মানে, ভালোবাসার, পালে লাগে আজও হাওয়া

বড়দিন মানে অতীত পথে হয়ে যাই নস্টালজিক
বড়দিন মানে, তোমার হাত ধরে, হাঁটব আবার ঠিক

✍️©তুলি

Powered by themekiller.com