Breaking News
Home / Breaking News / কবি মাহবুবা আখতার এর কবিতা ” কষ্ট কথার পদাবলী ”

কবি মাহবুবা আখতার এর কবিতা ” কষ্ট কথার পদাবলী ”

# কষ্ট কথার পদাবলী #
মাহবুবা আখতার

জ্যোতির্ময়,কষ্টগুলো আজকাল বড্ড কথা বলে,
অনুতপ্ত স্মৃতি অন্ধকার ছুঁয়ে ছুঁয়ে কষ্টের শিশির, রোদ্দুরে আগুন বৃষ্টি হয়।
হৃদপিন্ডের ঘড়ি শ্বাস নেয় ডমরুর তালে, ডগমগ অস্তাচলের দ্রাঘিমা
বুকের জমিনে দীর্ঘ হয় বিষাক্ত স্মৃতি বৃক্ষ,শূন্যতার, শরীরে শ্যাওলার বেনোজলের ঢেউ গড়িয়ে গড়িয়ে
হঠাৎ আগুন হয়।
পুড়ে যায় ধানের গোলা,গাভিন গরু,বেবাক তৈজসপত্র,

জ্যোতির্ময়, দুর্নিবার সংঘাতে নিঃস্ব বিকেল ঘরে ফেরার প্রহর গুনে চোখের জলে।
আমার থাকেনা কোনো ইচ্ছে, কোনো নিয়ম,বিধিনিষেধ
আমি খুলে রাখি হাতের বালা,নাকের ফুল,গলার শেকল
সবুজ -লালে মেশানো গরদের শাড়ি।
শাদা থানে বকুলের সুবাস মেখে চন্দনে আরতি রাখি,
তোমাকে আজকাল তেমন মনে পড়ে না,নেই কোনো অস্থির আবেগের আবেদন।
মাঝে মধ্যে স্মৃতির স্খলন ঘটে, তুমি খানিক এসে টোকা
দাও খোলা দরোজায়।

জ্যোতির্ময়,কিছু স্মৃতি,কিছু বিষ্ময়,কিছু স্বপ্ন,কিছু নীল কষ্ট সময়ে বড্ড অসহিষ্ণু, হিংস্র এবং নির্জীব,নির্বাক হয়।
বোধে হারাতে থাকে লা-ওয়ারিশ জোছনার অলকায়,
আমি প্রতীক্ষায় থেকেছি, অপেক্ষার ব্যাকুল ভাঙচুর,
অগ্নিসংযোগ,ঝরের বসন্ত তান্ডব আহা!কী চমৎকার
বিলাসী অনুভবের বিশ্বাসঘাতকতা।
আমি ধীরে ধীরে বিস্মৃতির অতলে থাকি,আমার অস্তিত্বের স্পর্শ শুধু তোমাকে ছুঁয়ে দিতে চায়,খুঁজে ফিরে যত্রতত্র।
তোমাতেই আমার মোহন সমর্পণ,তোমাতেই বাস, হয়তো আমারই পৃথিবীতে।

তারিখঃ ২৫.১২.২০২১খ্রি,
ঠাকুরগাঁও।

Powered by themekiller.com