Breaking News
Home / Breaking News / কবি শ্যামল ব্যানার্জীর কবিতা ” নির্জন রোদ্দুর “

কবি শ্যামল ব্যানার্জীর কবিতা ” নির্জন রোদ্দুর “

আগের একটা লেখা এডিট করে দিলাম

কবিতা — নির্জন রোদ্দুর
শ্যামল ব্যানার্জী
২৬/১২/২০২১

দুপুরটা থমকে এখন শ্যাওলাঘন কার্ণিশে
বসেনি কোনো কাক আজ কোলাহল এজলাসে।।
খাঁ খাঁ করা ভরা যৌবনে রোদ্দুর কেঁদে যায়
সদ্য বিধবার মত,
এ মন খোলস ছাড়ে নিয়ন্ত্রনহীন ভাবনায়।।

কোন সুদূর হতে –ফেরিওয়ালা হাঁক দিয়ে যায়
বাসন লেবেগো… বাসন,
চকিতে শালিখের উড়ে যাওয়া,
ফাঁকা রাস্তায় কুকুরে’র আরাম ঘুম দেওয়া..
এমন একলা দিনে এ মন চাইছে তোকে
ক্লান্ত অবেলায়।

তুই কি এখনও সেই কড়িবরগার ঘরে
পুরনো অভ্যেস মত জানলার ধারে
থাকিস বসে আনমনা, হাতে কি ধরা থাকে তোর
শেষের কবিতার খোলাপাতা?
বাগানে এখনও কি হাসনুহানা ছড়ায় গন্ধ সারা বাড়ি জুড়ে?
জানতে ইচ্ছে ক’রে–কতদিন হয়নি দেখা দুজনার।।

প্রখর রোদের তেজ এখন স্তিমিত বুঝি,
আকাশের গায়ে মেঘেরা উঁকি মারে,
যক্ষের বিরহে মেঘদুত হয়ে এসেছে তোর চিঠি
আজ বহুদিন পরে।

তুই কি জানিস —
আমার অহংকারের কত রাত
একাকী কেদেঁ যায় নিরব নির্জনতায়,
শরীরের সব তাপ হিমবাহে গলে গলে ঝরে যায়
অসফল প্রেমের আঁতুড় ঘরে।।
তুই কি জানিস, প্রতিদিন আমি কি ভাবে যাই মরে।

তাই তোর ইচ্ছে মত বাগানের লনে
এখনও টেবিল সাজানো আছে,
তুই আসবি বলে, গোলাপ চন্দ্রমল্লিকা এখনও ফোটে,
চোয়ানো রক্তঝরা সন্ধ্যা নামে বাগানের ঝলসানো কোণে কোণে।।

বুকের মাঝে ডানা ঝাপটানো দোয়েল, শালিক
কবেই উড়ে গেছে,
ডানায় তার গেছে নিয়ে মুক্তির বর্ণছটা।
এখনও কি রাখিস ধরে ডাইরিতে
আমাদের গল্প কথা।

মনে কর – এক দুপুর বেলা
নিস্তব্ধতা ঘিরে ঝিঁঝিঁর ডাক,
এক মেঘলা আকাশ দিয়েছি তোকে,
ঝিরিঝিরি বৃষ্টির আমেজে তুই একা
বসে জানলার ধারে,
কেউ নেই কাছে
তুই শুধু একলা একা,
ক্লান্ত অসময়।

মনে কি পড়ছে তার কথা–
সেই মানুষটার কথা,–
ছিপছিপে ঋজু দেহ..
একমাথা রুক্ষ এলো চুল,
পরনে খদ্দরের পাঞ্জাবী, জিন্সের প্যান্ট
চশমার ভেজা কাঁচে শান্ত তার চোখ
শান্তি নিকেতনি ব্যাগটা ঝোলানো কাঁধের প’রে –
মনে কি পড়ে।।

বুঝি আনমনে বসে ভাবছিস তার কথা
যে চলে গেছে আজ নিরুদ্দেশের পথে,
তুই আনমনা-
এক মেঘলা আকাশ তোর সাথে।
তোর একলা মনের জানলায়
কখন যে এক নীড় হারা পাখি বসেছে এসে
দেখিস নি তাকে…
আজ বুঝি তার কথা খুব মনে প’ড়ে।
একলা তুই
পেয়েছিস এক মেঘলা দুপুর
বিষন্নতায় লিরিক গুমরে মরে
বুকের ভেতর তোলপার
মনে কর…এক বিষন্ন দুপুর ডাকছে তোকে।

Powered by themekiller.com