#আত্মকথন
অনন্যা ইসলাম
প্রেম ছিলো তার পদ্যপাগল,
মাছরাঙা মন ইচ্ছেমতো৷
ঢেউ এর পরে ঢেউ চলে যায়-
মেঘলা আকাশ ইতস্ততঃ৷
খাঁচার প্রেমে চাইনি তাকে,
তাইতো সেদিন মুক্তি দিলাম৷
একলা মেয়ে নিজেই পোড়ে-
মনের ভাঁজে প্রেম লুকোলাম৷
গোপন কোণে বন্দি থাকুক,
লিখবো শব্দকল্পদ্রুম৷
বিষাদমেঘে বৃষ্টি ঝরুক-
নামুক চোখে গভীর ঘুম৷