Breaking News
Home / Breaking News / মানিকগঞ্জ ঘিওর উপজেলার কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

মানিকগঞ্জ ঘিওর উপজেলার কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

সিরাজুল ইসলামঃ
আগামীকাল ২৬ শে ডিসেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৭ টি ইউনিয়নে নির্বাচন।
উপজেলা নির্বাচন অফিসার মোসাম্মৎ ফেরদৌসী বেগম বলেন, উপজেলার ৭ টি ইউনিয়নের জন্য চেয়ারম্যান পদে ৩৬ জন, ২৬৭ জন সাধারন সদস্য এবং ৮০ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচন করবে। ঘিওরে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪শ’ ৬২ জন। রিটার্নিং অফিসার ৩ জন, পোলিং অফিসার ৬৮৮ জন, প্রিজাইডিং ৬৫ জন, সহ-প্রিজাইডিং ৩৪৪ জন কেন্দ্র ৬৫ টি ।

ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, ৭টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে আনসার, পুলিশ ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমান মোবাইল টিম সার্বক্ষনিক মনিটরিং ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ইতোমধ্যে জেলা পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খানের নির্দেশে আমরা ৭টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। এলাকার লোকজনের সাথে মতবিনিময় করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান জানান, ঘিওরের ৭টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে করার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Powered by themekiller.com