Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা” ফিরে যাই হিন্দোলা_”

কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা” ফিরে যাই হিন্দোলা_”

” ফিরে যাই হিন্দোলা_”
– রিটন মোস্তফা

কিছুটা সুখ স্পষ্ট হয়ে থেকে গেছে বুক ছুঁয়ে
কষ্টরা পাখা মেলে উড়ে গেছে তখনই ফেরারী পথে।
আমি গন্তব্যে ফিরছি, ফেরার প্রতিশ্রুতি ঠোঁটে
আমাদের আবারও দেখা হবে, কথা হবে আবেগে।
আবারও মিলিত হব কখনও কোন অবসরে
আবারও আসব আমি অন্য পথে, একই গন্তব্যে
দেখা হবেই ক্রমাগত, একটু বিরতি থাক,একটু দূরত্ব
ভালোবাসা বুঝুক ততদিনে, কাকে প্রয়োজন নিঃশ্বাসে।

এটা চলতে থাক হিন্দোলা, বুঝুক মন, জানুক
তুমি কে আমি কে, আমাদের মধ্যে বসে আছে কে?
জেনে নিক এই অনুপস্থিত সময় ও মুহুর্ত, টান কি
জানুক দুটি অস্তিত্ব তৃতীয়র বন্ধনে কে ডাকে কাকে।
আরও স্বচ্ছ হোক আমাদের দৃষ্টি, আমাদের আকাঙ্খা
আরও দৃঢ় হোক বন্ধন, তৃতীয় অস্তিত্বের উপস্থিতিতে।
কাছে ও দূরে এই টানাটানির খেলায় স্থায়ী হোক জয়
নিশ্চিত হোক আমাদের দুটি মন তিনটি অস্তিত্ব বোধ
ক্রমাগত চলুক এসব বোঝাপড়া, মিলন ও এই দূরত্বে।

error: Content is protected !!

Powered by themekiller.com