Breaking News
Home / Breaking News / কবি শুভা লাহিড়ী’র হৃদয়গ্রাহী কবিতা ” ভাবো কি তাদের কথা”

কবি শুভা লাহিড়ী’র হৃদয়গ্রাহী কবিতা ” ভাবো কি তাদের কথা”

#কবিতা:–“ভাবো কি তাদের কথা”
#কলমে:–শুভা লাহিড়ী
#তারিখ:–২৪/১২/২০২১
******************************
নিজেদের নিয়ে ব্যস্ত তো থাকো
ভাবো কি তাদের কথা!
খেয়ে থাকে কি! না খেয়ে থাকে!
বোঝ কি তাদের ব্যাথা!
সকলের তরে অন্ন জোগাতে,
অন্ন জোটেনা পেটে!
সকাল থেকে সারাদিন তারা
মরে শুধু খেটে খেটে!
তারাও রাতেতে স্বপ্ন দেখে,
কেমন ফলবে ধান!
হলে ধান ভালো,মিটবে যে কালো
বাঁচবে সবার প্রাণ।
তোমরা হয়তো বলবে আমায়,
“কি সব লিখছো বাজে!
ধনীদের ছেড়ে গরীবের গুন
গাওয়া কি কারোরই সাজে!
এর চেয়ে করো ধনীদের স্তব,
উপহার তুমি পাবে!
তা না করে তুমি ভেবেই চলেছো
তারাও কেমনে খাবে!”
ক্ষিদে তো বোঝে না ধনী ও গরীব
তাইতো ক্ষিদে টা পায়!
খুব ক্ষিদে পেলে,জমির ধারেই
ঘটি ঘটি জল খায়!
তোমরা বলবে বানিয়ে বলছি,
এমন হয়না কিছু!
আমরা শুধুই মূর্তিটা দেখি
দেখি না তো তার পিছু!
মূর্তি যখন বানায় কুমোর
দেখেছো কি মন দিয়ে!
সামনে টা শুধু কারুকাজে ভরা
পেছনে তো বাঁশ দিয়ে!
এমনি ভাবেই পৃথিবী কে মোরা,
দেখি যে রঙিন চশমায়!
চোখে তো পরে না ক্ষিদের পেটে,
করে যারা শুধু হায় হায়!
যদি কেউ তারা তাদের কষ্ট,
বলে গো মোদের এসে!
বিবেকেতে খিল দিয়ে দিই মোরা,
যাইনা আবেগে ভেসে।
মন,প্রাণ আর বিবেক মোদের,
চলে গেছে বুঝি ছেড়ে!
তাইতো সকলে হন্যে হয়ে,
স্বার্থ টা খুঁজে ফেরে।।
সারাদিনে শুধু একবার যদি
ভাবো গো তাদের নিয়ে!
পাষাণ এ হৃদয় গলে গিয়ে দেখো
খোঁজ নেবে সেথা গিয়ে।
তারাও তখন খুশি হ’য়ে মনে
নিষ্পাপ হাসি হেসে!
চোখের কোণের লোনা জল সাথে
আবেগে যাবে গো ভেসে!!

Powered by themekiller.com