Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা রিটন এর অসাধারণ কবিতা ” অঙ্গার “

কবি রিটন মোস্তফা রিটন এর অসাধারণ কবিতা ” অঙ্গার “

এসো তবে দেখাই তোমাকে
জীবনের এই মাঝামাঝি উষ্ণ প্রহরের
কিছু পুড়ে যাওয়া কয়লা,সাথে ঝলসানো আবেগ।
এসো, এদিকে দেখ
কি প্রচণ্ড তাপে পুড়ে গেছে এই হৃদপিন্ড জ্বলে
শুকিয়ে গেছে বুকের প্রশস্ত পাঁজর,এই দ্যাখো।

দেখতে পাচ্ছ? আরও দেখ!
এক সময়ের অল্প আবেগেই যে চোখে বন্যা হতো!
সেখানে চরা জেগে উঠেছে, প্রাণহীন শুষ্ক প্রান্তর।
ছুঁয়ে দেখ সেই পরিচিত তরতাজা শরীরটা
বিরহের দাবানলে এটা এখন শুধুই পোড়া অস্তিত্ব।
শাখা প্রশাখায় ঝুলে আছে কিছু অব্যক্ত শব্দ
কিছু হতাশার মৃত কঙ্কাল,আর কিছু ঝরে পড়া পাতা।
কোথাও কোন সবুজ নেই,নেই একটুও সজীবতা
শুধু পড়ে আছে পরিত্যক্ত একটি অঙ্গার নিথর অস্তিত্ব।

যেটা কোন সময় তোমার দখলে ছিলো,
যেমন ইচ্ছা ডালে ডালে যেখানে তুমি ফুল ফোটাতে?
দূরদূরান্ত থেকে টেনে নিতে সুরেলা পাখির দল
প্রাণের খেলা,জীবনের মেলা বসিয়েছিলে যেখানে?
দেখ, সেখানে এখন কি নিদারুণ নিস্তব্ধতা!
সেই পোড়া স্মৃতি গুলো এখন খসে খসে পড়ে থাকে
তোমার অভাবে,তোমার বিরহে ঝলসানো কয়লা হয়ে।

খুব ভালো করে দেখ তুমি!
তোমার হঠাত নিষ্ঠুর প্রতারণার দাবানলে পুড়ে যাওয়া কোন এক সময়ের সজীব,অথচ আজ মৃত বৃক্ষটিকে।

©️ রিটন মোস্তাফা

Powered by themekiller.com