Breaking News
Home / Breaking News / কবি শ্যামল ব্যানার্জী (ফেসবুক মেমরি)”আমি যখন রাধুনি”

কবি শ্যামল ব্যানার্জী (ফেসবুক মেমরি)”আমি যখন রাধুনি”

ফেসবুক মেমরি
———————
আমি যখন রাধুনি
শ্যামল ব্যানার্জী
22/12/2020

রাধতে হবে? এমন কি কাজ
হাজার রান্না জানি
রান্না আমার খেতে গেলে
মেনো শর্তখানি।
মধুসূদন ত্রাতা আমি
আমায় ডাকলে পরে
ঘরে ঘরে আমার নামে
রাধুনিরা হাঁক পারে।
রাধতে হবে মাংস না কি
মাছের কালিয়া
তবে শতেক খানি এনো বাপু
সতেজ ডালিয়া।
মাগুর মাছের পোস্ত বাটা
খেতে যদি চাও
কালিম্পংয়ের ব্যাঙের ছাতা
আনতে সেথা যাও।
মুরগির পায়েস খাঁসির পিঠে
নতুন রেসিপি
তিন কেজি ভাই সর্ষে এনো
সাথে জিলিপি।।
তেতোর ডালে ম্যাগি মসলা
সয়া সস দিয়ে
খাবার সময় হবে মনে
যেন খাচ্ছো কারোর বিয়ে।
শেষ পাতে ভাই দিতে পারি
চিংড়ির আইস ক্রীম
মেনু খানা দেখলে আমার
রক্ত হবে হিম।
তার চেয়ে ভাই সাক্ষাতে সব
জেনে নেওয়াই ভালো
শেষে যেন খাওয়ার পরে
মুখ না হয় কালো 🤣🤣🤣🤣🤣🤣

error: Content is protected !!

Powered by themekiller.com