Breaking News
Home / Breaking News / কবি রবিউল হাসান এর কবিতা ” দুঃখ বিলাস “

কবি রবিউল হাসান এর কবিতা ” দুঃখ বিলাস “

দুঃখ বিলাস
রবিউল হাসান
——————–
জীবনের চারদিকে দুঃখেরা যখন
উন্মাদ শিয়ালের মতো হল্লা করে
তখন আমি চুপ করে থাকি।

অসহায় অবুঝ বালকের মতো
নিরীহ দৃষ্টিতে অবলোকন করি
দুঃখের হল্লা।।

আমার চোখ খোলা
কিন্তু আমার হাত বাঁধা।
আমার কষ্ট সীমানা পেরিয়ে
অনেক দূর বিস্তৃত।।

আমি পারিনি আমার জীবনের
নিগুঢ়তম সত্যকে উপস্থাপন করতে।
কেউ কি চায় তার জীবনের অন্ধকার পিঠ
কাউকে দেখাতে!! চায়না, অবশ্যই না।।

তোমাকে আমি করুণা করে গেলাম
এটা তোমার জীবনের জন্য পরম সৌভাগ্য।

আমার চোখে কষ্টের নোনা জল
অন্ধকারেই ঝরে পরেছে – অন্ধকারে।

আমি ইচ্ছে করলেই টর্নেডো হতে পারি।
তোমাকে, তোমার মতো সত্তাকে
দুমড়ে মুচড়ে অস্তিত্বহীন করার
শক্তি এবং সাহস দুটোই আমার আছে।

তোমার অহংকার কিসের!
কি সেই অহংকার!!
তোমার স্বপ্ন সাধ আহ্লাদ গগন ছুঁয়া!!

তুমি তোমার পরিধির সীমা সম্পর্কে
মোটেই অবগত নও।
অবগত নও আমার সম্পর্কে।
সময় আছে মানুষ হও।

Powered by themekiller.com