Breaking News
Home / Breaking News / কবি মাধব দেবনাথ এর কবিতা ” লাশ “

কবি মাধব দেবনাথ এর কবিতা ” লাশ “

গদ্য কবিতা
শিরোনাম–লাশ
কলমে–মাধব দেবনাথ
২০/১২/২০২১

দাউ দাউ করে জ্বলছে বসতবাড়ি
মরছে না কীট জ্বলছে না পতঙ্গ
জ্বলছে না আসবাব
আসছে না দমকল বাহিনী।
দূর থেকে ভেসে আসছে প‍্যাঁচার বিকট শব্দ,
আর আমি আছি লেলিহান শিখার অভ‍্যন্তরে।
শ্রাবণের বৃষ্টিধারা পড়ছে ঝমঝমিয়ে,
তবুও হচ্ছে না যন্ত্রণার উপশম
অগ্নিশিখা ক্রমে বেড়েই চলছে,
বেড়ে চলছে পারদস্তম্ভ।

ঝলসে যাচ্ছে আমার চর্ম, চোখ,মুখ,
দগ্ধ হচ্ছি অগ্নিবৃষ্টিতে
এ কেমন শাস্তি বিধাতা জানেন।
আসবে কী আবার দাঁড়কাক? ডাকবে কী ডালে।
এখন কেমন আছো বলো,
ভালো করেছো তাদের নাম না বলে
বললে হয়তো জিভটা কেটে আমার ভালোবাসার
জীবন্ত একটি প্রাণকে লাশ বানিয়ে,
জলাশয়ে কচুরিপানার নীচে শুইয়ে দিতো ওরা,
পুলিশ এসে করতো নিখোঁজের সন্ধান।
তুমি যে ধর্ষিতা কলঙ্কিনী লোকালয়ে,
চলো কোথাও আত্মগোপন করি
অন্তত ঐ লম্পটগুলো বেঁচে থাকুক
সমাজে দাপটে,অহংকারে।

Powered by themekiller.com