Breaking News
Home / Breaking News / কবি এস.এম ইউনুছ এর কবিতা ” পুষ্প চন্দন “

কবি এস.এম ইউনুছ এর কবিতা ” পুষ্প চন্দন “

পুষ্প চন্দন
এস.এম ইউনুছ
২০-১২-২০২১খ্রি.

তুমি কি সেই পুষ্প
যার জন্য নিত্য আসতাম
প্রভাতের সময় দেখতাম
শিশির ভেজা পাপরী গুলো।

মিদুল বাতাসে দুলতো
আর বলতো ওগো
আমায় ছিন্ন করনা
আমার সুভা গাছের ডালে।

তুমি নিত্য কর জ্বালাতন
আমি কি তোমার আপন জন
ভালোবাসা জানি পুষ্প চন্দন
কখন ও হয়না কারোর মরণ।

জ্বলে পুড়ে অঙার হয়েও
আরও জ্বলে ছাই হয়ে যায়
ভালোবাসার এমন ধরণ
বাঁচার জন্য লড়াই করে আজীবন।

error: Content is protected !!

Powered by themekiller.com