Breaking News
Home / Breaking News / কবি মো. ফজলুল হক খান কামাল এর কবিতা ” রূপকথার গল্প “

কবি মো. ফজলুল হক খান কামাল এর কবিতা ” রূপকথার গল্প “

বিভাগঃ কবিতা
শিরোনামঃ রূপকথার গল্প
কলমেঃ মো. ফজলুল হক খান কামাল
১৯.১২.২০২১

কবিতা আমার প্রেরণা!
শতজনমের প্রেম
বেঁচে থাকার সান্ত্বনা –

দিয়েছে আমায় মনিহার
তবে সে যে আমার
একবিংশ শতাব্দীর অহংকার –

কবিতা আমার বড্ড অভিমানী!
ফেলে আসা স্মৃতিগুলো
লাখোবার ডাকলেও পিছু
ফিরে তাকাবে না
সপ্তম আকাশের ঐ মৌ রাণী!!

কবিতা আমার মেঘে ঢাকা চাঁদ!
দোহাই তোদের তার নামে
দিস না আর মিথ্যে অপবাদ –

কবিতা এক রূপকথার গল্প!
লাখো বছর কাছে পেলেও
মনে হবে পেয়েছি অল্প।।

কবিতা আমার আরাধনা!
এমন কারো সাধ্য নেই
ছিনিয়ে নিবে তারে
রাবণের বনে,শূন্য করে
চির শান্তির ঠিকানা –

কবিতার জয়গান সেদিনই
হবে চিরতরে বন্ধ;
স্বর্গের তরী ভালোবেসে
থামিয়ে দিবে যেদিন
দেহ ঘড়ির ছন্দ।।

Powered by themekiller.com