Breaking News
Home / Breaking News / কবি শিমলা এর কবিতা ”আত্মতৃপ্তি”

কবি শিমলা এর কবিতা ”আত্মতৃপ্তি”

#আত্মতৃপ্তি
#শিমলা

আলিঙ্গনের উষ্ণতায় সংযমের উচ্চাশা গুলো প্রজাপতি হয়,
নরম তুলতুলে রোদের কাছে গল্প করা হয়না সবার,
কিছু অতলস্পর্শী আলো বারবার অন্ধকারের ছোঁয়া বাঁচিয়ে বেঁচে থাকে,
“ভালোবাসা “এবার তোমার মুগ্ধতায় আর বেঁধো না আমায়।
কত সন্ধ্যায় দেখেছি আমি একাকী চড়ূইয়ের অপেক্ষা ,
সময় কেটে গেছে গাঢ় হয়েছে চোখের কাজল,
একটা অবশ্যম্ভাবী পরিণতির ঝলসে যাওয়া উন্মুক্ত শরীর থেকে চুইয়ে পড়া নিখাদ ভালোবাসার গল্পগুলো ঠাঁই পেয়েছে রোজনামচার খাতায় ,
সারি সারি ফুটে থাকা হলদে গাঁদার গা ছুঁয়ে গড়িয়ে পড়া শিশিরের জলে এবার যত্ন করে ধুয়ে নিলাম মুখ ,
বাড়তি আবরণ খসে যাবে জানি,তবু্ও
একটা নিটোল, নিখাদ আত্মতৃপ্তির আঙিনা হোক তোমার আমার,
মগ্নতার গল্পের বাগানে আলিঙ্গনের উত্তাপে আগুন জ্বলুক এবার।

error: Content is protected !!

Powered by themekiller.com