Breaking News
Home / বিচিত্র খবর / এ তোমার ভুল

এ তোমার ভুল

এ তোমার ভুল
-মো.হুমায়ুন কবির

শীতের এক নদীকে স্রোতহীন দেখে
একটি বারও ভালোবাসোনি তাকে
উছলে পরা দৃষ্টির ঝলকানি দিয়ে
বারবার ফিরিয়ে দিয়েছো তুমি
অথচ আশ্চর্য! এ-ও তোমার জানা নেই
সময়ের মুখোমুখি
এ নদীই গর্জে উঠবে ভয়ানক স্বরে
দু’কূলে আছড়ে পড়বে চঞ্চল তরঙ্গমালা
আর দুরন্ত পায়ে ছুটে যাবে সাগরের দিকে
এ নদীকে যদি ভালোবাসতে তুমি
খুঁজে পেতে জীবনের উপমা
চোখের তারায় ভেসে উঠতো
আকাশের মায়াবি রঙ
আর শুনতে পেতে ছলোছলো মৃদু গান
অথচ আশ্চর্য! এ-ও তোমার জানা নেই
ঝর্ণার জল যতো স্বচ্ছই হোক
সেতো নদীর সাথেই মিশে যায়
যেমন করে মাঝরাতে পাখির ক্রন্দন
কুয়াশার গভীরে মিশে যায়
অথচ আশ্চর্য!
এসবের কিছুই যে তোমার জানা নেই
ইচ্ছের অনুকূলে ভর করে
ভুলের স্পষ্ট স্বাক্ষর রাখলে তুমি
এযে তোমার বিরাট ভুল।

error: Content is protected !!

Powered by themekiller.com