Breaking News
Home / Breaking News / কবি মোঃ লুৎফর রহমান (শুভ) কবিতা ” অনুভবে তুমি “

কবি মোঃ লুৎফর রহমান (শুভ) কবিতা ” অনুভবে তুমি “

অনুভবে তুমি
মোঃ লুৎফর রহমান (শুভ)

আজ রাতে বালিস ফেলে দাও, আমার কাধে মাথা রাখো, পরম মমতায় জড়িয়ে নাও বুকে তোমার..
আমি শ্রান্তির শ্বাস নেব আজ।।

হৃদয়ের সাথে মিশিয়ে দাও হৃদয়ের স্পন্দন,
আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজে শক্ত করে ধরো আমায়।
গাঢ় উতপ্ত নিঃশ্বাসে পুড়িয়ে দাও আমার ভিতর আমার বাহির…. আজ আমি মিলনের সুখ কুঁড়াবো।।

ঘন আঁধার চিরে জ্বলুক প্রদীপের কাপা অগ্নি শিখার নগ্ন শরীর….
স্পীকারের মৃদু সুরে বাতাসে ভাসতে থাক রাত জাগা কোন মিলন সুখের গান,
ঘড়ির কাটার টিকটিক যেন কান ছুঁতে পারে, আজ হৃদয়ের স্পন্দনের শব্দ শুধু হৃদয় দিয়ে অনুভব করার পালা..।।

আমি প্রেয়শীর ভেজা ঠোটে ঠোট ছোঁয়াব, সমস্ত শরীরে চুমুর দাগ কেটে খুব যত্নে এঁকে দেব ভালবাসার মানচিত্র…
আলতো স্পর্শে নেব অধরের উষ্ণতা..
দু’হাতে সকল কষ্টকে গলাটিপে হত্যা করে স্বর্গ হতে একমুঠো সুখ চুরি করে এনে আজ ছিটিয়ে দেব প্রিয়তমার সমস্ত অস্তিত্বে….
রাত তুমি আরেকটু দীঘল হয়ে যাও…

ভোর রাতের শিশির ভেঁজা চাঁদের জোৎস্নায় স্নান করিয়ে নেব ক্লান্তির শহরে ঘর্মক্লান্ত দেহের অবসর…
শেষ সময়ে তোর ঘামে ভেজা কপালে কম্পিত ঠোঁট ছুঁয়ে এঁকে দেব ভালবাসার টিপ।।
তোমার সমস্ত অস্তিত্বে অস্তিত্ব মিশিয়ে হারাবো পরম শান্তিতে সুখনিদ্রার কোলে।।
আজ রাতে বালিশ ফেলে দাও, আমার বুকেই না হয় ছড়াও এলো কেঁশ//

তারিখ- ১৯-১২-২০২১ ইং

error: Content is protected !!

Powered by themekiller.com