Breaking News
Home / Breaking News / কবি মোঃ মাবজুলুল বারী খসরু এর কবিতা ” সেই তুমি “

কবি মোঃ মাবজুলুল বারী খসরু এর কবিতা ” সেই তুমি “

※※※※সেই তুমি ※※※※
※※※মোঃ মাবজুলুল বারী খসরু ※※※
প্রকাশ : ১৯—১২—২০২১

অনেক অনেক দিন পরে
হঠাৎ ই সেদিন তোমার সঙ্গে দেখা
শিরিষ তলার বৈশাখী মেলায়
হাজারো লোকারণ্যের ভিড়ে,
অবাক বিস্ময়ে চোখা চোখি হওয়া
অতঃপর একটু মুঁচকি হাসা ,
উচ্ছ্বাসে কাছাকাছি এসে পাশাপাশি বসা ,
আগের মতোই সেই অবিকল মায়াবী হাসি
প্লাবন এলো হ্নদয় জুড়ে ভাসি ..!

মুগ্ধ নয়নে আর রুদ্ধ বাকে
দু’ জনের শুধু অবাক বিস্ময়ে
কিছুক্ষণের নীরবতা ,
মন তখন দিয়েছে অতীতে পাড়ি
তোমার পরনেও ছিল আমার প্রিয়
বাসন্তী রঙের শাড়ি …..!

দেখলাম
এখনও আছো আগের মতোই মনোহরা
সহজ সরল হাসিখুশী প্রানবন্ত দেখেই দিশেহারা ৷
চুলগুলো দেখলাম সেই আগের মতো
খোলাই রেখেছো ,
শুধু কিছু চুলে মুখটা আধো ভাবে ঢেকেছো ,
চোখটা আঁকা আগের মতোই
কাজল রেখা টানে,
তাই আমিও খুঁজে পেলাম একদিন
তোমাকে ভালোলাগা আর
ভালোবাসার প্রকৃত মানে…?

অতঃপর হাঁটতে হাঁটতে কথাচ্ছলে
জানতে চাইলে কেমন আছি ?
মনে হলো একটু যেন প্রশ্নোচ্ছলে
করলে জরিপ কৌতহলে ,
বললাম নিজেই তো বেশ
দেখতে পাচ্ছো
কেমন থাকতে পারি ?
কেমন কাটছে সময় ?
প্রলেপ পড়া মনের ক্ষত নিয়ে
এখনো অকৃতদার আছি ৷

উত্তর শুনে কল কলিয়ে সেই
ভূবন ভোলানো হাসি ছড়ালে,
মনে আবার সে পুরানো মায়া জাগালে ৷
বললাম আজও ভুলতে পারিনি
সেই দিনটার কথা যেদিন
ভার্সিটির জারুল তলায়
জানিয়েছিলাম ভালোবাসার কথা ,
তখন হাসতে হাসতে খানিকটা
গড়িয়ে পড়ে বলেছিলে
“ভালোবাসা তো অন্যায় নয়” …!

তারপর,
অনেক রচনা রচিত হলো
অনেক ঘুরাঘুরিতে সময় কাটলো ৷
ফাইনাল পরীক্ষা শেষ হলো,
সেই যে তুমি গেলে আর এলে না
খবর পেলাম তোমার সাঁনাই বাজছে ,
মনকে প্রবোধ দিলাম
তোমার সুখই তো আমার সুখ…!

দেখলাম আজও আছো তুমি
বেশ দীপ্ত অহংকারে ,
এখনো শরীর থেকে তেমনি আগুন ঝরে,
সেদিন যেমন হেসে উড়িয়ে দিয়েছিলে
আমার ভালোলাগা,ভালোবাসার কথা
এখনো সেভাবেই আছে মনের শুকনো পাতা…!

জানতে চাইলাম
কেমন আছো তুমি ?
তুমি এড়িয়ে গেলে ,
হয়তো খুব ভালো আছো ?
জানো বাসন্তী, তোমার প্রত্যাখানে
ভেবেছিলাম ভীষণ রকম ঘৃণা
করে ভুলবো তোমায় ,
কিনতু পারি নি কোন ভাবে ?
কষ্ট গুলো আজও তাই লুকিয়ে রাখি
শূন্য বুকে অসহ্য চাপ রেখে ৷
অন্তরেতে চড়ছে পারদ প্রখর
চোখের পাতা হয় অশ্রু মুখর …!

ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে এলো
বিদায়ের ঘন্টা বেজে গেলো ৷
বললাম যেখানেই থাকো যেভাবেই থাকো
খুবই ভালো থেকো , সুখে শান্তিতে থেকো ৷

আর আমার কথা ভেবো না ,
পথহারা স্মৃতি নিয়ে
চাপা কষ্ট গুলো ছাড়িয়ে
অশ্রুভেজা চোখে আমিও
যত কষ্টই হোক বৈরাগী হিসাবে
ভালো থাকবো…৷
তোমার স্মৃতি নিয়ে বাকী জীবনটা কাটাবো ৷

কবিতা # সেই তুমি #
@ মোঃ মাবজুলুল বারী খসরু
রচনা : ২১—০৯ —২০২১ চট্টগ্রাম ৷ বাংলাদেশ ৷

Powered by themekiller.com