Breaking News
Home / Breaking News / কবি মানস লাহিড়ী এর কবিতা ” মুক্তি আর মৈত্রীর পঞ্চাশ “

কবি মানস লাহিড়ী এর কবিতা ” মুক্তি আর মৈত্রীর পঞ্চাশ “

মুক্তি আর মৈত্রীর পঞ্চাশ
মানস লাহিড়ী
১৮/১২/২০২১

হলো পাঁচটা দশক পার,
আজ মুক্তির পঞ্চাশ !
ভিজেছে পদ্মানদীর পাড়,
ভেসেছে লাখো লাখো লাশ,
রেঙেছে সবুজ ঘাস লালে
মুক্তিযোদ্ধার রক্তে মিশে,
প্রাক্ স্বাধীনতার কালে
বুলেট আর বুটেতে মেরেছে পিষে।
হাতে রেখে হাত সাথে
হিন্দু-মুসলিম ভাই-ভাই,
লড়েছে প্রতিনিয়ত দিনে রাতে
লড়েছে তেরোদিনের লড়াই।
আজ সেই ষোলই ডিসেম্বর
আজ সেই মুক্তির পঞ্চাশ !
আজ খুশিতে মাতোয়ারা প্রতি ঘর
চলছে এখন মহাবিজয়ের মাস।
বঙ্গবন্ধুর স্বপ্ন আজকে সফল
সফল আজকে মুষ্টিবদ্ধ হাত,
বিজয় সূর্য বাংলায় জ্বলজ্বল
কেটে গেছে সব বিভৎস কালো রাত!
আজ মুক্তি আর মৈত্রীর পঞ্চাশ !
শেখ মুজিবুর বাংলা তোমার স্বাধীন,
বাংলাদেশে এখন বিজয় মাস,
সবাই শোন, আজ মহাবিজয়ের দিন।।

error: Content is protected !!

Powered by themekiller.com