Breaking News
Home / Breaking News / কবি আমিনুল হক নজরুল এর কবিতা ” পাগল “

কবি আমিনুল হক নজরুল এর কবিতা ” পাগল “

কবিতা~পাগল
কলমে-আমিনুল হক নজরুল
তাং-১৮/১২/২১ইং

কোথায় বসন্ত
কোথায় সীমান্ত
গায়ে নেই জামা
কিসের জমি-জমা
অনাহারীর কেবল দু’মুঠি ভাত প্রয়োজন।

গদিতে কে বসিল
কোন্ দল হেরে গেল
কে করেছে ভোট চুরি
কার আছে গোঁফ,কার রয়েছে দাড়ি
এসবে নেই নজর,যে ডুবে গেছে জলে-
তার কেবল অক্সিজেন প্রয়োজন।

বিরহী প্রেমিকের চোখ
দেখে কেবল প্রিয়ার মুখ
মদের গ্লাসে-প্রিয়সী উঠে হেসে
ভালবাসা যাকে করেছে ভিখারী
তার ব্যথা কেবল তারই আহাজারী
কিছুইতে তার নেই সান্ত্বনা,প্রিয়সী শুধু প্রয়োজন।

এই ধরায়-ব্যাস্ত সবাই
মাতাল সবাই-নিজ নিজ নেশায়
শিশু-কিশোর,যুবক কিংবা বৃদ্ধ
সকল জনতাই পাগলামীতে জব্ধ
তুমি পাগল,আমিও পাগল
ভিন্ন ভিন্ন প্রয়োজনে,ভিন্ন ভিন্ন পাগলের ধরণ।

Powered by themekiller.com