Breaking News
Home / বিচিত্র খবর / ভালোবাসলেই দেখি

ভালোবাসলেই দেখি

ভালোবাসলেই দেখি
-মো.হুমায়ুন কবির

ভালোবাসলেই দেখি-
নক্ষত্রের মতো জ্বলে ওঠা তোমার চোখ
পরে আছে অতীতের দিকে
মুহূর্তের ব্যবধানে বিবর্ণ হয়ে যায়
আকাশের মতো তোমার
গাঢ় নীল জামার কথামালা
ভালোবাসলেই দেখি-
আঙিনায় চাঁদ নেই তারা নেই
একরত্তি নীল- সেও নেই
সেই আকাশে শুধু মেঘের দাপাদাপি
সেই মেঘ হতে বিষ্টি ঝরে
ভীষণ বিষ্টি রাতদিন ঝরোঝর
বিষ্টির দৌরাত্ম্যে পোষ মানে সব
প্রেমের বেড়ে ওঠা দূর্বাঘাস
জল থইথই চারদিক ছেড়ে
জেগে ওঠে ভালোবাসার এক নতুন দ্বীপ
যে দ্বীপে বেড়ে ওঠা ঘাস নেই
মাধবীলতা নেই ইচ্ছের পায়রা নেই
কিচ্ছু নেই কেউ নেই
শুধু ফাঁকা আর্তনাদে
বেঁচে থাকার নিছক শ্লোগান
ভালোবাসলেই দেখি-
বিবর্ণ হয়ে যায় ঘাসের গালিচা
উত্তাল তরঙ্গের মুখে
কেঁপে ওঠে তিতাস গোমতীর তীর
আঁৎকে ওঠে অলীক গতিময়তা
তারপর সব কথা থেমে যায় ভেসে যায়
আবার থেমে থেমে যায়……!
১৯.১২.২০২১

error: Content is protected !!

Powered by themekiller.com