Breaking News
Home / Breaking News / মাশরাফির হাসপাতাল পরিদর্শন, ৮ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ

মাশরাফির হাসপাতাল পরিদর্শন, ৮ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ

অনলাইন নিউজঃ
নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা গতকাল শনিবার নড়াইল সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় চিকিৎসকের অনুপস্থিতি, রোগীদের খাবার না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ করেন রোগী ও স্বজনেরা। এ ঘটনায় সাংসদ মাশরাফি ক্ষোভ ও অসন্তোষ প্রকাশের পর হাসপাতালের আট চিকিৎসক, দুজন ল্যাব টেকনিশিয়ান ও একজন কুক মশালচিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আসাদ-উজ-জামান। রোগী ও উপস্থিত লোকজন জানান, কাউকে না জানিয়ে সাংসদ মাশরাফি গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে হাসপাতালে ঢোকেন। তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় বহির্বিভাগের অধিকাংশ চিকিৎসক উপস্থিত ছিলেন না। রোগীরা চিকিৎসকের অপেক্ষায় ছিলেন। শৌচাগারসহ অন্যান্য জায়গা অপরিষ্কার-অপরিচ্ছন্ন দেখতে পান তিনি। চিকিৎসকদের ছুটি নেওয়ার ক্ষেত্রে অনিয়ম দেখতে পান। হাসপাতালে প্রায় এক ঘণ্টা অবস্থান করে চলে যান। আধা ঘণ্টা পর আবার তিনি হাসপাতালে আসেন। তখনো সব চিকিৎসককে পাননি। এ নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

Powered by themekiller.com