Breaking News
Home / Breaking News / সংলাপে কোনো লাভ নেই

সংলাপে কোনো লাভ নেই

অনলাইন নিউজঃ
নির্বাচন কমিশন (ইসি) গঠনে সংবিধানের নির্দেশনা মেনে আইন চান অধিকাংশ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তারা বলেছেন-সংলাপে গিয়ে কোনো লাভ নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য স্বাধীন, শক্তিশালী এবং কার্যকর নির্বাচন কমিশনের বিকল্প নেই। এজন্য প্রয়োজন আইনি অবকাঠামোর ভেতরে থেকে নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে ইসি গঠন। দলগুলোর মতে, রাষ্ট্রপতি ইসি গঠনে এর আগেও সংলাপে বসেছেন। দিনশেষে এই সংলাপ কার্যত আনুষ্ঠানিকতা ছাড়া আর কোনো ফল বয়ে আনেনি। এবারও হয়তো এর ব্যতিক্রম হবে না বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। আগামী ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি নতুন কমিশনকে দায়িত্ব নিতে হবে। সংবিধানে একটি আইনের মাধ্যমে ইসি গঠনের নির্দেশনা আছে। কিন্তু গত ৫০ বছরে কোনো সরকার এই আইন প্রণয়নে উদ্যোগ নেয়নি। আর আইন না থাকায় নির্বাচন কমিশনার হওয়ার সুনির্দিষ্ট কোনো মানদণ্ডও নেই। দেশের রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং কমিশনারদের (ইসি) নিয়োগ দেন। এবারও পরবর্তী নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিতে সংলাপ আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কাল সোমবার বিকাল ৪টায় বঙ্গভবনে এই সংলাপ শুরু হবে। প্রথমদিন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে। একদিন বিরতি দিয়ে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। পর্যায়ক্রমে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে এই সংলাপে।

Powered by themekiller.com