Breaking News
Home / Breaking News / কবি সূর্যকন্যা তপতী ( তপতী দাস ) এর কবিতা “চল মন চল উড়ে”

কবি সূর্যকন্যা তপতী ( তপতী দাস ) এর কবিতা “চল মন চল উড়ে”

বিভাগ – কবিতা
শিরোনাম-“ চল মন চল উড়ে”
কলমে – সূর্যকন্যা তপতী ( তপতী দাস )
তারিখ -১৮/১২/২০২১
11:40 PM
“”””””””””””””””””””””””””””””””””””””
চল মন চল উড়ে—
বলাকার মত ডানা মেলে
যেথা বন পথে সূর্যের আলো ছায়া
আল্পনা আঁকে আপন মনে-
যেথা রাখালিয়া বাঁশির সুরে
ভূবনডাঙার ডুরে শাড়ির নূতন বৌ
বেড়িয়ে পরে ঘর ছেড়ে
চল মন চল উড়ে—
যেথা গোপনে রুমালের কোনে
গোলাপী সুতো দিয়ে
তোমার নামের আদ্যাক্ষর
লিখছে সেই লাজুক মেয়ে-
চল মন চল উড়ে —-
যেথা চিলে কোঠার ছাতে
একা চাঁদ জ্যোৎস্নার চাদর বিছিয়ে
বসে আছে আমারই অপেক্ষাতে
মনরে তুই পারিস কি আমায় নিয়ে যেতে
সুদূর সেই নীল আকাশ পথে
মা আর বাবা যেথায় আছে
দূর গগণের তারা হয়ে
উন্মনা মন উদাস হয়ে কাঁদায়
তারায় ভরা ঘন কৃষ্ণ কালো আকাশ পথ
গোলকধাঁধার পথে ,পথ হারাল মন—
উড়ে যেতে যেতে নিরুদ্দেশের পথে
দু’ডানাতে জমা করা কথা
চঞ্চুতে ধরে রেখে উড়ে চলে মন
দূরে কোথাও—বহু দূরে—।

Powered by themekiller.com