Breaking News
Home / Breaking News / কবি হুসাইন মেরাজ এর কবিতা ” মায়ের চোখে জল “

কবি হুসাইন মেরাজ এর কবিতা ” মায়ের চোখে জল “

মায়ের চোখে জল
কলমে- হুসাইন মেরাজ
তারিখ- ১৬/১২/২০২১ইং

মা আমার প্রিয় মাতৃভূমি
আজও তোমার চোখে জল, কেন মা?
তোমার সন্তানেরা তো আজও বুকের রক্ত দিয়ে
তোমাকে আগলে রেখেছে,
তবে কেন তুমি নিরবে কাঁদো?
কিসের এতো কষ্ট তোমার বুকে মা?
তোমার এই নাদান সন্তানকে একটু বলবে?
বাংলা মায়ের বুক ফাটা আর্তনাদ যেন জানান দেয়……
আমার কোল থেকে ওরা ত্রিশ লক্ষ সন্তান কেড়ে নিয়েছিল,
আমার চোখের সামনে আমার সন্তানদের গুলি করে হত্যা করেছিল তবুও ওরা ক্ষান্ত হয়নি,
আমার মেয়েদের উলঙ্গ করে ধর্ষণ করে,বায়নেট দিয়ে খুঁচিয়ে মেরেছিল।
আমি নির্বাক চোখে চেয়ে দেখেছিলাম আর স্রষ্টার কাছে প্রর্থনা করেছিলাম আমায় একটি বীর সন্তান দাও খোদা।
আমার ডাকে সাড়া দিয়েছিলেন বললেন তোকে টুঙ্গিপাড়ার খোকা শেখ মুজিবকে দিলাম।
আমার খোকার ৭ই মার্চের হুংকারে ওরা ভয় পেয়েছিল তাইতো আমার সূর্য সন্তানদের ২৫শে মার্চের কালরাত্রি থেকে ১৪ ডিসেম্বর পযর্ন্ত নির্মমভাবে হত্যা করল।
জানিস ওরা কাউকেই রেহাই দেয়নি আমার সারা শরীর রক্তাক্ত করেছিল।
আমার সোনার ছেলেমেয়ের রক্তাক্ত দেহ গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল আমি যে সহিতে পারিনি।
১৬ই ডিসেম্বর ১৯৭১ তোরা বিজয় উল্লাসে ফেটে পড়েছিলি কিন্তু আমি পারিনি,
ওরা যে আমার বুক থেকে ত্রিশ লক্ষ মানিক, আমার বুকের ধন কেড়ে নিয়েছে,
আমি কি করে উল্লাসিত হই তাইতো আমি আজও নির্বাক।
আর যেদিন আমার কিছু কুলাঙ্গার সন্তান পথ ভ্রষ্ট হয়ে আমার খোকা শেখ মুজিবকে হত্যা করল,
সেদিন থেকে আমি বোবা,পাথর হয়ে গেছি।
যদি পারিস ঐ কুলাঙ্গারদের শাস্তি দিতে তবেই তোরা আমার চোখের জল মুছতে আসিস।

©কবিস্বত্ব সংরক্ষিত®

Powered by themekiller.com