Breaking News
Home / Breaking News / কবি রাজ সেন এর কবিতা ” রক্তরাগ “

কবি রাজ সেন এর কবিতা ” রক্তরাগ “

বিষয় : কবিতা

শিরোনাম : রক্তরাগ

কলমে : রাজ সেন

17.12.2021

রাঙা মাটির পথ ধরে ,
শিউলি ভেজা রোদ্দুরে ,
সবুজ আভা শূন্যে গেছে বেঁকে .
তুলোর রোয়া নরম খামে ,
একটা চিঠি মায়ের নামে ,
সুদূর দিশায় পথ দিয়েছে এঁকে .

রঙের খেলায় মেতে ,
হলুদ সর্ষেক্ষেতে ,
হাওয়ায় দিয়েছে জোর দোলা .
কলকলে বয় নদী ,
সং সেজে নিরবধি ,
পার দিয়ে চলে হরবোলা .

বৃদ্ধ নধর বট ,
খোলা মাঠে ছায়ানট ,
লাল বটফল মারে উঁকি .
গোছা ঝুরি ঝুলে ডাকে ,
গাছের গুঁড়ির ফাঁকে ,
শীর্ণ শিশুরা খেলে টুকি.

দেশমায়ের টানে ,
বাউল ঋতুর গানে ,
একতারায় বাঁধে সুর .
ধূসর পাণ্ডুলিপি ,
করেছে কি কারচুপি ,
প্রেয়সীর নেশায় সে চুর .

Powered by themekiller.com