Breaking News
Home / Breaking News / কবি সানোয়ার হোসেন এর কবিতা” গল্প শেষ নয় “

কবি সানোয়ার হোসেন এর কবিতা” গল্প শেষ নয় “

গল্প শেষ নয়।
সানোয়ার হোসেন

মেম্বার সাব!! ও মেম্বার সাব!! হামি কিন্তু তোমাক ভোট দিছনু বাপু।
হামাক একখান বিধবে ভাতা কার্ড করে দেওন যায়না বাপ!! হামার ছাওয়াল পাওয়াল গুলেও দ্যাখব্যার পারেনা। হামি বুইড়্যা মানুষ কেম কইরে চলমু কউ?
যদি একখান কাড কইরে দিলেন হিনি! হামি খাইয়ে বাচনু হিনী।
মেম্বার খুব ব্যস্ত, শালিস বৈঠকে উপস্থিত হতে হবে।
তাই চুপচাপ উঠে চলে গেলেন মেম্বার।

গল্প এখানেই শেষ নয়!
একদিন সেই বৃদ্ধা শরীরে ঝামা ঘষে,
জীবনের মরীচিকা গুলো ঝকঝকে করেছিলো।
গোয়ালে হালেড় জোড়া বলদ, আর সারা মাঠে ঘাম ঝেড়ে, নতুন ধানের গন্ধ শুঁকে ছিলো
পুকুর ভরা মাছের মধ্যে সবচেয়ে বড় মাছ,
তার কুটুমের জন্য রাঁধত।
গত বছর বৈষ্ঠমী কলেরার বানে ভেসে গেছে সব।
একচিলতে বাড়ি খানা, তাও নিয়ে গেছে শত্রুর মিত্র বানে।
তাই সে আজ মেম্বারের কাছে হাত পেতেছে।
একটি বিধবা ভাতা কার্ড চাই।
কিন্তু মেম্বারের কাছে সেটা গুরুত্বপূর্ণ ছিল না।
কারণ মেম্বার জানত! আজ তার কিছু নেই।
একটি কার্ড করে দিলে যে, মিষ্টি খাবার মতো পকেট ভর্তি টাকা দিতে হয়! সে সামর্থ টুকুও সেই বৃদ্ধার নেই।
আজকের এই বলিষ্ঠ রাজনীতি যে, গনতন্ত্রের নামের ব্যবসা। ওই বৃদ্ধি লোকটি হয়তো জানতো না।
বৃদ্ধা জানত না, সরকারের অনুদান শুধু অর্থপুঁজির মালিকের,
সর্বহারাদের নয়।
তাই মেম্বারের পথ চেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলো।
পর দিনেও বসে থাকলো মেম্বারের আশায়।
এভাবেই বসে বসে, না-খেয়ে অনাহারে দু’দিন পর মারা গেলো বৃদ্ধা টি। তার বিধবা ভাতা কার্ড পাওয়া আর হলোনা।
অতঃপর কান্নায় ভেজা চোখে সেই মেম্বার চলে এলো
বৃদ্ধারটির সমাধি দিতে।।।

Powered by themekiller.com