Breaking News
Home / Breaking News / কবি নিবেদিতা ভট্টাচার্য এর কবিতা “স্বপ্নের দেশে”

কবি নিবেদিতা ভট্টাচার্য এর কবিতা “স্বপ্নের দেশে”

“স্বপ্নের দেশে

নিবেদিতা ভট্টাচার্য

তুলে দিয়েছি নিজেরে স্বপ্নের হাতে
ঠিকানা আমার স্বপ্নের দেশ ,
বাস্তবের যত ব্যথা বেদনা,
আঘাত ,নির্মম রুক্ষতা
থেকে সরিয়ে নিয়েছি নিজেকে
স্বপ্নের জগতই শাশ্বত ,,,,
সুখ দুঃখেরা আসবে যাবে
জীবন চালাবে শুধু
তাদের চোখ রাঙানিতে ,
দমবন্ধ হওয়ার বাস্তবে
বাঁচতে সেই তো
স্বপ্নের সাথে সহবাস,,,,
জীবন যদি থাকে স্বপ্নের হাতে
দুঃখ আর পাবে না ছুঁতে
যেমন খুশি যাওয়া আসা
ইচ্ছে মতো ভালোবাসা
ইচ্ছে হলেই খুশি যত
অনিচ্ছেতেই রাগান্বিত ,,,,
ইচ্ছেরা বাঁচে সব ,
বাঁচায় প্রাণের উচ্ছ্বাস ।
আনন্দেরা প্রাণ ভরে
নেয় শান্তির নিশ্বাস ,
মিলিত হয় তারা কাঙ্খিত মিলনে ।
নেই কোনো চোরাবালি
নেই সেথা মরীচিকার ফাঁদ
প্রতারকরাও থাকে না সেথায়
না আছে বিষাক্ত গভীর খাদ
সেখানে শুধু ভালোবাসার চাষ
আর হয় প্রেমের বৃক্ষ রোপণ
রঙিন বসন্ত সেখানে সারাজীবন
তাই তো দিয়েছি তুলে
নিজেরে স্বপ্নের হাতে।

error: Content is protected !!

Powered by themekiller.com