Breaking News
Home / Breaking News / কবি মোঃ কিরন এর লেখা “আমি কাঁদতে আসিনি”

কবি মোঃ কিরন এর লেখা “আমি কাঁদতে আসিনি”

আমি কাঁদতে আসিনি…………….

এই সেই বধ্যভূমি! অগনিত তাজা গোলাপ এখানে ঝরে গেছে,
আজ আমি কাঁদতে আসিনি, আজ আমি নব পলাশ কুঁড়ির পিতা হারা আর্তনাদ শুনতে আসিনি, যে শিশু আর কোনদিন বাবা ডাকার স্বাদ পাবেনা। আমি সন্তান হারা মায়ের অশ্রূতে গড়া জলরাশি দেখতে আসিনি, আজ আমি উল্লাস করতে এসেছি, বিজয় উল্লাস।

আজ আমি রেসকোর্স ময়দানের সেই উদ্বিগ্ন কন্ঠ শুনাতে আসিনি যেখানে লাখ জনতা ভিড় করেছিলো শান্তিতে নিঃশ্বাস নেবার আশায়। নব সূর্যের তাপ বিকিরণ করার আগেই অস্ত যাওয়া সেই করুণ দৃশ্য দেখতে আসিনি, কৃষ্ণচূড়ার ডাল কেনো লাল? তা জানাতে আসিনি! আমি উল্লাস করতে এসেছি, বিজয় উল্লাস।

এই বিজয় কি সত্যিই আনন্দের? নাকি মৃত্যু খেলায় বুলেট বর্ষণ ও ট্যাংকের আওয়াজে মুখরিত প্রান্তর! যেখানে লোহূ সাগরে সাঁতার কাটছিলো প্রাণহীন দেহ আর ডানা ঝাপটে উল্লাস করছিলো শকুনেরা। আমি গল্প শুনাতে আসিনি যে গল্পে লাশের গন্ধ লেগে থাকে। আমি উল্লাস করতে এসেছি, বিজয় উল্লাস।

আমি আর দশ জনের মতই উল্লাস করতে ভালোবাসি। আজ আমার ভিতরে আনন্দের প্রখর স্রোত এমনিভাবে বয়ে যাচ্ছে বুকের পাঁজরে এক রকম যন্ত্রণা অনুভব করছি! আমি কাঁদতে আসিনি। বিজয় আমাকে পাথর করে দিয়েছে! আমি নির্বাক, নিস্তব্ধ।

কলমে→ মোঃ কিরন
১৬/১২/২০২১ইং

♦ সবাইকে বিজয়ের শুভেচ্ছা

Powered by themekiller.com