Breaking News
Home / Breaking News / মানিকগঞ্জে সুপ্রিয়া হত্যা মামলার পলাতক তিন আসামীর মৃত্যুদন্ড দিয়েছে আদালত

মানিকগঞ্জে সুপ্রিয়া হত্যা মামলার পলাতক তিন আসামীর মৃত্যুদন্ড দিয়েছে আদালত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে সুপ্রিয়া সাহা হত্যা মামলায় শ্বশুর–শাশুড়িসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছ আদালত।একই সঙ্গে অন্য তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ জয়শ্রী সমদ্দার এ রায় দেন। এতে মানিকগঞ্জে সুষ্ঠু বিচারের তাগিদে তোলপাড় শুরু হয়েছে। সুপ্রিয়ার পরিবার এ রায়কে স্বাগত জানিয়েছে। সুপ্রিয়ার পরিবার সুত্রে জানা যায়, আদালতের সুক্ষ্ম বিচারে আমরা অত্যান্ত খুশি, আমরা সুষ্ঠু বিচার পেয়েছি। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন সুপ্রিয়া সাহার শ্বশুর দিলীপ সরকার (৬০), শাশুড়ি গীতা সরকার (৪৫) ও মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া গ্রামের বাসিন্দা মহাদেব রায় (২৭)। এই তিন আসামি পলাতক। সুপ্রিয়ার স্বামী দীপাঞ্জন সরকার বেকসুর খালাস পেয়েছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন পূর্ব দাশড়া গ্রামের রঞ্জিত সাহা (২৬), বিষ্ণু পাল (২৬) ও রঞ্জিত ঘোষ (২৭)। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এই তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com