Breaking News
Home / Breaking News / কবি সালমা ডলি এর কবিতা “জাতির শ্রেষ্ঠসন্তান”

কবি সালমা ডলি এর কবিতা “জাতির শ্রেষ্ঠসন্তান”

কবিতাঃ জাতির শ্রেষ্ঠসন্তান
সালমা ডলি
১৪.১২.২০২১

বাঙ্গালি জাতির এক কলংকিত অধ্যায় ১৪ই ডিসেম্বর
১৯৭১ সালে এই দিনে কি ঘটিয়েছিল আলশামস্ আলবদর?

নরপিশাচেরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের করেছিল হত্যা
লুটিয়ে দিয়েছিল দেশীয় দোসররা বিবেক ও সততা।

পাক-হানাদারদের আত্মসমর্পণের মাত্র দু’দিন আগে
জাতিকে মেধাশূন্য করতে সূর্যসন্তানদের নিয়েছিল ভাগে।

রায়েরবাজার বদ্ধভূমি,মিরপুর,আরো ছিল কত টর্চার সেল
ধোঁকা দিয়ে বুদ্ধিজীবীদের ঘর থেকে নিয়েছিল অঢেল।

পাওয়া গেল হেথায় চোখ,হাত বাঁধা বুলেটবিদ্ধ দেহ
এমন নির্মম কাহিনী শুনেছে কি কভু কেহ?

প্রাণ দিলেন সেলিনা পারভীন,মুনির চোধুরী শহিদুল্লা কায়সার
আরো ছিলেন রনদা প্রসাদ,আলতাফ মাহমুদ,নজমুল হক সরকার।

এরা ছিল সাংবাদিক,প্রকৌশলি,আইনজীবী চিকিৎসক
আরো ছিল রাজনীতিবিদ,সমাজসেবক,দার্শনিক, গবেষক।

এভাবে হত্যা করেছিল ওরা এক হাজার একশত এগার জন
যারা ছিল তোমার আমার স্বজন কারো বক্ষের ধন।

এহেন ঘৃণ্য কাজে জয়ী হয়েছিল পাকিস্থানী হানাদার
বাংলা মায়ের বুক জুড়ে ছিল কান্না আর হাহাকার।

স্বজনদের আহাজারি বাতাসে লাশের গন্ধ
এতো করেও পারেনি রুখতে বাঙ্গালির বিজয় আনন্দ।

এ জাতি কভু পারবেনা শোধিতে শহীদের রক্তের ঋণ
১৪ই ডিসেম্বর বাঙ্গালি জাতির বিভিশিকাময় দিন।

ইতিহাস হয়ে রবে শহীদদের আত্মত্যাগের কাহিনী
বিজয় আনতে আরো ছিল সাহসী মুক্তিবাহিনী।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রইল অতল শ্রদ্ধাঞ্জলি
এই ত্যাগের মহিমা বয়ে বেড়াবে বাংলা ও বাঙ্গালি।

Powered by themekiller.com