Breaking News
Home / Breaking News / কবি শ্যামল ব্যানার্জীর ❤️ দ্রোহ কাল ❤️

কবি শ্যামল ব্যানার্জীর ❤️ দ্রোহ কাল ❤️

গদ্য কবিতা — দ্রোহ কাল
কলমে– শ্যামল ব্যানার্জী
১৪/১২/২০২১

আমি বোহেমিয়ান।
মদ্যপানে ভরপুর কাটাই রাত
নিজস্ব বুড়ি মাঠে।
চড়কায় তেলহীন বুড়ি অকৃপণ হাতে
ঢেলে যায় তার সবটুকু,
আমি ভীষন একাকী তার প্রত্যাশী,
বিদ্রোহী দ্রোহকালে।।
কলঙ্ক আমার সারা গায়ে
চাঁদের বুড়ির সাথেই থাকি
কলঙ্কিত,
কি করবে তুমি এখন?
ফাঁসি দেবে?
বিদ্রোহ দেখেছি আমি দেশলাই কাঠি জ্বেলে,
বিদ্রোহ দেখেছি আমি, মনের শোষণে,
সহিষ্ণুতার চরম বিপর্যয়ে, কারনে অকারণে,
জলে, রনে, জঙ্গলে।
মিছিলে… মিটিংয়ে যদিও সেই ছেলেটা আজ নেই আজ..
শহীদমিনার
আদ্যপ্রান্ত একটা সাহসী মিছিল হারিয়ে গেছে
উলঙ্গ রাজার দেশে ।
সেই ছেলেটা এখন দুর থেকে হাসে,
নীতি বাগীশের তাত্বিক ভীড়ে
মজা পায়, ক্লীবের হাততালি দেখে।
ভয়ংকর দুঃস্বপ্নের চোরাবালি,
সামনে আশমানী ফরমাইশ
প্যান্ডোরার বাক্স সাজানো উপঢৌকন,
নোম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে মানুষ, বুদ্ধিভ্রষ্ট।
তাই আমি বোহেমিয়ান, পান্তাভাতের পঁচা গন্ধে তৃপ্তির ঢেকুর তুলি,
বাজারে, পথে ঘাটে বিদ্রোহ খুঁজি।
আমার বিদ্রোহ বড় সরাসরি,
বাঁচি কি মরি, সে খবর প’ড়ে হবে,
আগে, ছাই চাপা আগুনে নিজেকে একটু সেঁকি।
আমি এক বোহেমিয়ান.. রাত আর দিন আলাদা মানে রাখেনা কিছু,
পথের কিণারায় যত বিবশতা করি জয়..
ফেনিল সমুদ্রে মদের গ্লাসে বিপ্লব খুঁজি।
আমি এখন এক্স ইজি গল্টু ওয়াই হয়ে আছি।
কিংবা বলতে পারো একমুঠো হাওয়া।
বেলুনে ভরলে ফোলানো বেলুন।
অথবা, সাইকেলের টিউবে ভরলে, হাওয়া ভরা টিউব,
এক্স ইজি গল্টু এক বোহেমিয়ান আমি।
মদ খাই আখন্ঠ .. দেশি রাম .. দামি হুইস্কি অথবা স্কচ,
আসলে, আমি খাই, ওরা নির্জীব প’ড়ে থাকে উদরে আমার, বিপ্লবের মতো নির্বিষ।।
তবু চেতনায়.. এক কালপুরুষ
নক্ষত্রমন্ডলী থেকে আসে
প্রেতনদী পার করে,
চোখের পাতায় শান্ত নীড়, দেখি..
দাঁড়িয়ে আছে আর এক বোহেমিয়ান
সামনে আমার,
হাতে তার মস্ত বিজয় পতাকা আকাশ ছুঁয়ে..
সেখানে বিদ্রোহ.. বিপ্লবের নির্ঘন্ট সূচী নিয়ে।

Powered by themekiller.com